shono
Advertisement

Breaking News

এবার প্রতারণার শিকার ব্যাঙ্ক আধিকারিক, ক্রেডিট কার্ড থেকে উধাও প্রায় ২ লক্ষ টাকা

পুলিশের দ্বারস্থ ওই ব্যাঙ্ক আধিকারিক।
Posted: 08:42 PM Sep 24, 2023Updated: 08:42 PM Sep 24, 2023

সৈকত মাইতি, তমলুক: এবার প্রতারকদের ফাঁদে খোদ ব্যাঙ্ক আধিকারিক। অ্যাকাউন্ট থেকে উধাও ২ লক্ষ টাকা। বিষয়টা বোঝামাত্রই পূর্ব মেদিনীপুরের তমলুক (Tamluk) থানার দারস্থ হয়েছেন ওই ব্যাক্তি।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুর এলাকার বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত। বর্তমানে তিনি তমলুকের পাদুমবসান এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের তমলুক শাখার রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মরত। সেই সূত্রে বিগত ৬ বছর ধরে তিনি তমলুকেরই অস্থায়ী বাসিন্দা। জানা যায়, চলতি মাসের ১৯ তারিখ ব্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন তাঁর মোবাইলে ফোন আসে। অপরপ্রান্ত থেকে তাঁর ব্যবহৃত দুটি ক্রেডিট কার্ডের লিমিট দ্রুত শেষ হচ্ছে বলে সতর্ক করা হয়। সেই সঙ্গে দুটি ক্রেডিট কার্ডেই বার্ষিক চার্জ লাঘু হচ্ছে বলেও জানানো হয়। কিন্তু তাতেও কোনওভাবেই বিচলিত না হয়ে ব্যাঙ্ক ম্যানেজার ফোন কেটে দেন। এই ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁর মোবাইলে দুটি ওটিপি আসে বলে খবর। মুহূর্তেই তাঁর দুটি ক্রেডিট কার্ড থেকে ৯৯,৫০০ ও ৯০ হাজার করে দুদফায় মোট ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা গায়েব হয়ে যায়।

[আরও পড়ুন: বৈধ পরিচয়পত্র ছাড়া বাংলাদেশি যুবককে ‘আশ্রয়’, গ্রেপ্তার আশ্রয়দাতা-সহ ২]

স্বাভাবিকভাবেই খানিকটা হতভম্ব হয়ে যান শচীনবাবু। এরপরই তমলুক থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ, ফোনের অপর প্রান্তে থাকা প্রতারকরা ব্যাঙ্ক ম্যানেজারের সিম ক্লোন করে ক্রেডিট কার্ড থেকে উধাও করে দেয় প্রায় ২ লক্ষ টাকা। ব্যাঙ্ক ম্যানেজার শচীনলক্ষণ রাউত বলেন, “সিকিউরিটি সিস্টেম একেবারেই প্রায় ভেঙে পড়েছে। তাই যেকোনও মুহূর্তেই যা কিছুই ঘটতে পারে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।” এবিষয়ে তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ বলেন, “ঘটনার তদন্ত চলছে।”

[আরও পড়ুন: পণের জন্য লাগাতার চাপ! দাবি মেটাতে না পারায় বধূকে খুনের অভিযোগ মুর্শিদাবাদে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement