shono
Advertisement

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়েছিল বধূ,পরে উদ্ধার মৃতদেহ, তীব্র চাঞ্চল্য চাকদহে

অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Posted: 09:33 PM Jul 23, 2023Updated: 09:37 PM Jul 23, 2023

সুবীর দাস, কল্যাণী: এক বিবাহিত মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়ার চাকদহে (Chakdah)। মৃতার নাম স্মৃতি বন্দ্যোপাধ্যায়। বয়স আনুমানিক ২৮ বছর। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই মৃত্যু বলে দাবি মৃতার স্বামী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের তিন মাসের এক পুত্রসন্তান রয়েছে। স্বামী অভিযোগ, চাকদহে শ্বশুরবাড়ি এলাকার কালুর মোড়ে দেবাশিস পাল ওরফে দেবা নামে এক যুবক স্মৃতিকে বিরক্ত করত। এ নিয়ে স্মৃতির সঙ্গে ঝগড়াঝাঁটিও হয়। পরে দেবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে (Extra Marrital Affiars) জড়িয়ে পড়ে স্ত্রী।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় অসুস্থ স্বামীকে দেখতে হিজুলিতে যাওয়ার নাম করে রানাঘাটের নতুন গ্রামে মামার বাড়ি থেকে বেরন স্মৃতি। তাঁর স্বামী শুভজিৎ জানান, রাতে দেবা ফোন করে জানায় স্মৃতি অসুস্থ। তাঁকে চাকদহ হাসপাতালে ভরতি করা হয়েছে। আবার সকালে জানায়, স্মৃতি পালপাড়া স্টেশনে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করেছে। এতেই সংশয় হয় শুভজিৎবাবুর। তিনি খোঁজখবর করতে শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে।

[আরও পড়ুন: রাজ্যে মমতার সঙ্গে জোট হবে না, কর্মীদের বোঝাতে নতুন কর্মসূচি সিপিএমের]

মৃতার মামা রাজু রাহার অভিযোগ, স্মৃতিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছে দেবা ওরফে দেবাশিস পাল। অভিযুক্ত জানিয়েছে, ”শনিবার কাজ থেকে ফিরে চাকদহের রাস্তাতে স্মৃতির সঙ্গে দেখা হয়। ও বাড়িতে ঝগড়া করে বেরিয়ে এসেছে বলে জানায়। স্মৃতি মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যেই এমন অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে আসত।  ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফেরাতে চেয়েছিলাম।” এরই মধ্যে অসুস্থ হলে রাতেই চাকদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ইঞ্জেকশন (Injection) দেওয়া হয়। এরপর সারারাত স্টেশনে ও ট্রেনে ঘুরে বেড়ান দু’জনে। দেবার আরও দাবি, ”রবিবার সকালে আমি পালপাড়ায় নেমে গেলে স্মৃতি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। তাঁকে ফের চাকদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।”

[আরও পড়ুন: চিৎকারে কান ঝালাপালা, বিষ খাইয়ে ৫ পথকুকুরকে ‘খুন’ ব্যক্তির]

এদিন সকালে খবর পেয়ে স্মৃতির পরিবারের লোকজন হাসপাতালে এসে তাঁকে মৃত অবস্থায় দেখেন। কিন্তু অভিযুক্ত দেবার কথায় বিশ্বাস করতে পারেন না তাঁরা। স্মৃতিকে মৃত দেখে উত্তেজনায় ফেটে পড়েন পরিবারের লোকজন। অভিযুক্ত দেবা ও তাঁর আরেক সঙ্গীকে মারধর করা হয় বলে অভিযোগ। চাকদহ থানার পুলিশ এসে তাঁদের দুজনকে উদ্ধার করে নিয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement