shono
Advertisement

জেল হেফাজতে বন্দির মৃত্যু বনগাঁয়, অপমানে আত্মহত্যা বলে অনুমান পরিবারের

মৃত্যুর কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বনগাঁ পুলিশ৷ The post জেল হেফাজতে বন্দির মৃত্যু বনগাঁয়, অপমানে আত্মহত্যা বলে অনুমান পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Apr 11, 2019Updated: 03:42 PM Apr 11, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: জেল হেফাজতে থাকাকালীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বনগাঁ মহকুমা উপসংশোধনাগারে৷ মৃত ব্যক্তি বছর পঁয়তাল্লিশের তপন দাস৷ বৃহস্পতিবার বেলার দিকে কারাগারের ভিতরে তাঁর নিথর দেহ দেখতে পাওয়া যায়৷ পুলিশ তড়িঘড়ি দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে৷ তার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনও ইঙ্গিত মিলছে না বলে পুলিশ সূত্রে খবর৷

Advertisement

                                          [ আরও পড়ুন: পাহাড়ের আবেগ না বুঝে ভোট পাওয়াই লক্ষ্য, অমিত শাহকে খোঁচা মমতার]

গত ৮ এপ্রিল রাতে স্থানীয় বৈকারা এলাকা থেকে গুলি ভরতি পাইপগান-সহ তপন দাসকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ৷ কেন নিজের কাছে অস্ত্র রেখেছিল, তা নিয়ে বিস্তর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ পুলিশ সূত্রে খবর, গাইঘাটা এলাকায় অটো চালান তপন৷ ফুলসরা এলাকায় তাঁর বাড়ি৷ সাধারণ জীবনযাপন করেন৷ এমন একজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়ায় পুলিশের সন্দেহ বাড়ে৷ ভোটের ঠিক আগে কোথা থেকে কীভাবে ওই গুলি ভরতি পাইপগান তাঁর কাছে এল, সেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পুলিশ৷ কিন্তু তপন দাস জিজ্ঞাসাবাদে কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ৷

                                        [ আরও পড়ুন:  জ্বলন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে দুর্ঘটনা, বাঁকুড়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৭]

পরেরদিন অর্থাৎ ৯ তারিখ তপন দাসকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ৷ বিচারক অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন৷ তাঁকে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা উপসংশোধনাগারে৷ সেখানেই ছিলেন তপন দাস৷ এরপর বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয় বাড়িতে৷ খবর পাওয়ামাত্র বনগাঁ মহকুমা হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা৷ তবে অভিযোগ, ময়নাতদন্তের কথা বলে তাঁদের দেহ দেখতে দেওয়া হয়নি৷ পরিবার সূত্রের খবর, নির্বিবাদী তপন দাস একেবারেই দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত নন৷ তা সত্ত্বেও কীভাবে তাঁর কাছে পাইপগান এল এবং ঠিক কী কারণে গ্রেপ্তার করা হল, বুঝেই উঠতে পারছেন না পরিবারের লোকজন৷ তাঁদের অনুমান, জেলে থাকার অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন তপন দাস৷ এমন মর্মান্তিক পরিণতিতে স্বভাবতই শোকের ছায়া পরিবারে৷

The post জেল হেফাজতে বন্দির মৃত্যু বনগাঁয়, অপমানে আত্মহত্যা বলে অনুমান পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement