shono
Advertisement

Breaking News

Under 19 team India

নকভিকে পাত্তাই দিল না ভারতের অনূর্ধ্ব ১৯ ব্রিগেড! অন্য মঞ্চে গিয়ে পদক নিলেন বৈভবরা

পাক বোর্ডের প্রধান তথা এসিসি প্রেসিডেন্ট নকভিকে লাগাতার বয়কট করেছে ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 09:18 AM Dec 22, 2025Updated: 09:18 AM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে। কিন্তু ম্যাচ হারলেও আদর্শ থেকে সরলেন না ভারতের যুব ব্রিগেড। সূর্যকুমার যাদবরা যেমন পাক মন্ত্রী মহসিন নকভির থেকে ট্রফি নেননি, সেভাবেই নকভির থেকে মেডেল নিলেন না বৈভব সূর্যবংশীরা। ভারতীয় দল যখন রানার্স আপের পদক নিচ্ছে, নকভি তখন মঞ্চে একা দাঁড়িয়ে।

Advertisement

রবিবার এশিয়া কাপ ট্রফির লক্ষ্যে নেমেছিল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। কিছুদিন আগে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জিতেশ শর্মার ভারতের। আর রবিবারও স্বপ্নভঙ্গের যন্ত্রণা পেল আয়ুষ মাত্রের ভারত। পাক তরুণ তুর্কি সমীর মিনহাসের ঝোড়ো ইনিংসের সুবাদে পাকিস্তান তোলে ৩৪৭ রান। জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে একরাশ লজ্জা উপহার দিল বৈভব-অভিজ্ঞানরা কুণ্ডুরা। উল্লেখ্য, ইমার্জিং এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তানের যুব দল।

পহেলগাঁও হামলার পর পুরুষদের ক্রিকেটে এই নিয়ে তিনটি এশিয়া কাপ হল। তিনটি টুর্নামেন্টেই বারবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। কোনওবারই প্রতিপক্ষের সঙ্গে হাত মেলায়নি মেন ইন ব্লু। সেই সঙ্গে বয়কট করেছে পাক বোর্ডের প্রধান তথা এসিসি প্রেসিডেন্ট নকভিকেও। সেই ধারা বজায় রাখলেন আয়ুষ মাত্রেরা। স্পষ্ট জানিয়ে দিলেন, পুরস্কার প্রদানের মঞ্চে নকভির সঙ্গে দাঁড়াবেন না। অন্য় মঞ্চে গিয়ে অন্য আধিকারিকদের থেকে পদক গ্রহণ করল ভারতীয় দল।

উল্লেখ্য, পাকিস্তানকে হারিয়ে সিনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু তিনমাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত। টিম ইন্ডিয়াকে ট্রফি ফেরাতে নানা হুমকি পর্যন্ত দিয়েছেন মহসিন নকভি। চাপিয়েছেন শর্ত। ট্রফি নাকি এসিসি’র প্রধান কার্যালয় থেকে এক্কেবারে গায়েব করে ফেলেছেন তিনি, এমনটাও শোনা গিয়েছে। নকভি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর হাত থেকেই ট্রফি নিতে হবে সূর্যকুমারদের। এহেন ঘটনার পর অন্য কর্তাদের থেকে রানার্সের পদক নিল ভারতীয় দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কিছুদিন আগে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল জিতেশ শর্মার ভারতের। আর রবিবারও স্বপ্নভঙ্গের যন্ত্রণা পেল আয়ুষ মাত্রের ভারত।
  • পহেলগাঁও হামলার পর পুরুষদের ক্রিকেটে এই নিয়ে তিনটি এশিয়া কাপ হল। তিনটি টুর্নামেন্টেই বারবার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান।
  • পাকিস্তানকে হারিয়ে সিনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু তিনমাস গড়াতে চললেও ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত।
Advertisement