shono
Advertisement
Sourav Ganguly

লক্ষ্য দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ জয়, রাসেল-ব্রেভিসদের নিয়ে প্র্যাকটিসে কোচ সৌরভ

মহারাজের দলের প্রথম ম্যাচ কবে?
Published By: Prasenjit DuttaPosted: 08:26 PM Dec 21, 2025Updated: 12:18 AM Dec 22, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: তিনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার, প্রশাসক এবং পরবর্তীতে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার SA20 লিগে প্রথমবারের মতো কোচের ভূমিকায় দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ  প্রথমবার দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। সেই লক্ষ্যেই রাসেল-ব্রেভিসদের নিয়ে প্র্যাকটিসে কোচ সৌরভ।

Advertisement

২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ। SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কোনও ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম কোচের ভূমিকায় তিনি। তাঁর কোচিংয়ে রবিবার অনুশীলন করলেন ক্যাপিটালসের ক্রিকেটাররা। সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক প্রিটোরিয়া ক্যাপিটালসকে সাফল্য এনে দেবে বলেই মনে করছে ক্রিকেটমহল।

প্রিটোরিয়া ক্যাপিটালসে রয়েছেন শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, ডেওয়াল্ড ব্রেভিস, শাই হোপের মতো ক্রিকেটাররা। দলের অধিনায়ক কেশব মহারাজ। তাঁদের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর, জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে। প্রসঙ্গত, প্রিটোরিয়া ক্যাপিটালসে মাত্র তিনজন খেলোয়াড়কে ধরে রেখেছিল। তাঁরা হলেন উইল জ্যাকস, শেরফেন রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল। নিলামে ৩২.৫ মিলিয়ন র‍্যান্ড বিনিময়ে নেমেছিল।

দল হিসাবে যথেষ্ট শক্তিশালী সৌরভের প্রিটোরিয়া ক্যাপিটালস। ২২ বছর বয়সি বিধ্বংসী প্রোটিয়া ডেওয়াল্ড ব্রেভিসকে ১৬.৫ মিলিয়ন র‍্যান্ড অর্থাৎ ৮.৩১ কোটি টাকায় কিনে নিয়েছে তারা। গত মরশুম এই ফ্র্যাঞ্চাইজির ভালো যায়নি। ১০ ম্যাচে মাত্র দু’টিতে জয় পেয়েছিল ক্যাপিটালস। গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল কোম্পানি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন সৌরভ। তাঁর সঙ্গে প্রিটোরিয়ার বোলিং কোচ হিসাবে দায়িত্বে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলককে। এখন দেখার, নতুন লক্ষ্যে কতটা সফল হয় তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SA20 লিগে প্রথমবারের মতো কোচ হিসাবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
  • রবিবার দল নিয়ে তিনি নেমে পড়লেন অনুশীলনে।
  • SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন সৌরভ।
Advertisement