shono
Advertisement
MahaKumbh 2025

মহাকুম্ভে মৃত্যু আলিপুরদুয়ারের মিঠুনের! পরিবারের দাবি, হুড়োহুড়িই কাড়ল প্রাণ

মৃতের দিদি জানিয়েছেন, বুধবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না ভাইকে।
Published By: Suhrid DasPosted: 08:53 PM Jan 31, 2025Updated: 08:53 PM Jan 31, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: উত্তরপ্রদেশের মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে মারা গিয়েছেন আলিপুরদুয়ারের বাসিন্দা এক যুবক! এমনই দাবি করলেন মৃতের পরিবার। ঘটনা নিয়ে যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের জয়গাঁয়। মৃত ওই যুবকের নাম মিঠুন শর্মা(৩২)।

Advertisement

মৃতের পরিবারের সূত্রে দাবি করা হয়েছে, মিঠুন টুর গাইডের কাজ করতেন। রবিবার বেশ কয়েকজন পর্যটকদের নিয়ে তিনি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন। পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগও ছিল। বুধবার মৌনি অমবস্যার দিন পুণ্যস্নানের জন্য প্রয়াগরাজের ওই জায়গায় গিয়েছিলেন সকলে। সেখানেই ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিঠুন শর্মা পদপিষ্ট হয়েছেন বলে দাবি করেছেন পরিবার।

মৃতের দিদি নীলম শর্মা জানিয়েছেন, বুধবার থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না ভাইকে। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি প্রথমে বাড়ির লোককে মিঠুন শর্মার অসুস্থ হওয়ার খবর দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের মোবাইল ফোনে মৃত্যুর খবর দেওয়া হয়। উত্তরপ্রদেশ সরকার মৃতদের জন্য কোনও ডেথ সার্টিফিকেট দিচ্ছে না বলে অভিযোগ। ওই মৃত যুবককে সেখান থেকে বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে।

মৃতের দিদি নীলম শর্মা আরও দাবি করেছেন, মৃতদেহ বাসে করে প্রথমে নিয়ে আসা হচ্ছিল। পরে জানানো হয়, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। সেটি করেই মৃতদেহ সীমান্ত অবধি নিয়ে আসা হবে। তারপর সেখান থেকে অন্য অ্যাম্বুল্যান্স করে বাড়িতে মৃতদেহ আনা হবে। আগামিকাল মৃতদেহ গ্রামের বাড়িতে আসবে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ, অন্য একটি সূত্র থেকে শোনা গিয়েছে, মহাকুম্ভ থেকে ফেরার পথে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মিঠুনের বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। বৃদ্ধা মাকে নিয়ে তিনি জয়গাঁর এনএস রোডের ওই বাড়িতে থাকতেন। বৃদ্ধা মা ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই কেঁদে চলেছেন। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। এখনও অবধি রাজ্যের তিনজনের মারা যাওয়ার খবর এসেছে। এখনও নিখোঁজ বাংলার সাতজন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে মারা গিয়েছেন আলিপুরদুয়ারের বাসিন্দা এক যুবক!
  • ঘটনায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের জয়গাঁয়।
  • মিঠুন টুর গাইডের কাজ করতেন।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার