সুবীর দাস, কল্যাণী: নিজে দলের 'মূলস্রোতে' ফিরে আসার পর, পুরনো কর্মীদের 'ময়দানে' নামাতে তৎপর দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রানাঘাটের কুপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভায় যাওয়ার সময় হরিণঘাটায় বিজেপি কর্মীর বাড়িতে যান দিলীপ। সেই কর্মীর বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন তিনি। দেখা করেছেন স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গেও। তবে দলীয় কোনও নেতৃত্বের বা স্থানীয় বিধায়ককে দেখা যায়নি।
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ একাধিক জেলায় ঘুরে সংগঠন 'চাঙ্গা' করেছিলেন, এমনটাই দাবি গেরুয়া শিবিরের একাংশের। কিন্তু তাঁর পদ থেকে সরে যাওয়া, বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে হেরে যাওয়ার পর 'দিলীপপন্থী' অনেক বিজেপি কর্মী নিস্ক্রিয় হয়ে পড়েন! দিলীপ নিজে ফের দলের সভা-কর্মসূচিতে ফিরে আসার পর সেই কর্মীদের ময়দানে ফিরিয়ে আনতে তৎপর হয়েছেন বলে দাবি বিজেপির।
আজ, মঙ্গলবার নদিয়ার হরিণঘাটায় দলীয় কর্মীর বাড়িতে গিয়ে সকল বিজেপি কর্মীদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন পোড় খাওয়া এই নেতা। তবে দিলীপ (Dilip Ghosh) হরিণঘাটায় গেলেও জেলার উচ্চ নেতৃত্বকে সঙ্গে দেখা যায়নি। উপস্থিত ছিলেন না কল্যাণীর বিধায়কও। হাতে গোনা কয়েকজন বিজেপি কর্মী ছিলেন তাঁর সঙ্গে। উল্লেখ্য, মঙ্গলবার রানাঘাট মহকুমার কুপার্স পুরসভা এলাকায় পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য। এই সভাতে জনতার কাজ করতে মন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দিলীপ।
