শান্তনু কর, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের বন্যায় বিপন্ন বন্যপ্রাণ। তিস্তার জলে ভেসে এল গুরুতর জখম এক অজগর। জলপাইগুড়িতে (Jalpaiguri)সেই আহত সাপের জরুরি অস্ত্রোপচার করে প্রাণ বাঁচালেন প্রাণী চিকিৎসকরা। সিকিম (Sikkim)পাহাড়ে মেঘভাঙা বৃষ্টি থেকে হড়পা বান। আচমকা প্রকৃতির রুদ্ররোষে তিস্তা নদীর (Teesta River) জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রবল বিপদে উত্তরবঙ্গে। তিস্তার চরে ভেসে এসেছে বহু মৃতদেহ। এমনকি বন্যপ্রাণীদেরও মৃত্যু হয়েছে। তারই মধ্যে তিস্তার মণ্ডল ঘাট এলাকা উদ্ধার হল প্রায় ৯ ফুট লম্বা অজগর সাপ (Python)। তার শরীরে একাধিক ক্ষত।
ভেসে আসা বিশালদেহি অজগরের শরীরের একাধিক জায়গায় আঘাত ছিল বলে দেখতে পান প্রাণী চিকিৎসকরা। জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। জলপাইগুড়ি প্রাণী হাসপাতালে প্রায় দেড় ঘন্টা ধরে অস্ত্রোপচার (Operation) চলে। ২০ টি সেলাই পড়েছে অজগরের শরীরে। আপাতত সুস্থই রয়েছে সাপটি। জানা গিয়েছে, বনদপ্তরের হেফাজতে আগামী সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে অজগর সাপটিকে।
[আরও পড়ুন: বিদায় বৃষ্টি, সপ্তাহান্তে জমিয়ে পুজোর শপিং, সুখবর শোনাল হাওয়া অফিস]
জলপাইগুড়ি প্রাণী হাসপাতালে সাপের অস্ত্রোপচারের পর চিকিৎসক রাজেশ্বর সিং জানান, ”অজগর সাপটি বন্যার জলে ভেসে এসেছে। কোথাও খোঁচা খেয়েছিল। পেটের কাছে পেশিতে আঘাত লেগেছে। আমরা দেখে অপারেশনের সিদ্ধান্ত নিই। ওখানটায় সেলাই করে দেওয়া হয়েছে। আপাতত সুস্থ আছে। সাপ খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মোটামোটি ৩ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে।”