shono
Advertisement

সাতসকালে মৃদু ভূমিকম্পে কাঁপল বাংলা, ছড়াল আতঙ্ক

তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।   The post সাতসকালে মৃদু ভূমিকম্পে কাঁপল বাংলা, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 AM Aug 26, 2020Updated: 10:01 AM Aug 26, 2020

নব্যেন্দু হাজরা: সাতসকালে মৃদু ভূমিকম্প (Earthquake)। বুধবার সকাল ৭টা ৫৪ নাগাদ কেঁপে উঠল রাজ্যের বিভিন্ন প্রান্ত। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। জানা গিয়েছে উৎসস্থল নদিয়ায়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।  

Advertisement

জানা গিয়েছে, ঠিক সকাল ৭টা ৫৪ নাগাদ কম্পন অনুভূত হয়। বুধবার সকালের এই ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প শহর দুর্গাপুরে। সেখানে অনেকেই কম্পন টের পান। কেউ কেউ ঘুম ভেঙে উঠেই কম্পন টের পাওয়ায় বাড়ি থেকে দৌড়ে বেরিয়েও পড়েন। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। 

[আরও পড়ুন: রাঁধুনির কাজ পরিশ্রমের, সত্তরোর্ধ্ব সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে লাইব্রেরিতে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী]

এর আগে গত ২১ আগস্টও বাংলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সেবার অবশ্য সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অবশ্য খুবই কম ছিল। গত সোমবার অন্ধ্রপ্রদেশের অনজো এলাকায় ভোর ৩টে ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভোর রাতের ভূমিকম্প টের পাননি অনেকেই। রাজস্থানের বিকানেরে ৬৬৯ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়। চলতি মাসে আন্দামানের পোর্ট ব্লেয়ারও ভূমিকম্পে কেঁপে ওঠে। পোর্ট ব্লেয়ারের দক্ষিণে ২২২ কিলোমিটার কম্পন অনুভূত হয়। 

[আরও পড়ুন: রিমোটের ব্যাটারি গিলে বিপত্তি, সফল অস্ত্রোপচার করে দুধের শিশুর প্রাণ বাঁচাল মালদহ মেডিক্যাল]

The post সাতসকালে মৃদু ভূমিকম্পে কাঁপল বাংলা, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার