shono
Advertisement
ED Raid at Jhargram

বালি পাচার নিয়ে ফের তৎপর ED, সাতসকালে ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

জাল চালান নিয়ে বালি তোলার অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।
Published By: Sucheta SenguptaPosted: 10:28 AM Dec 01, 2025Updated: 02:25 PM Dec 01, 2025

প্রতীম মৈত্র, ঝাড়গ্রাম: বালি পাচার কাণ্ডের কিনারা করতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাস পয়লায় সাতসকালেই অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raid)। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি দল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিলটু। তাঁর বিরুদ্ধে বহু আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এই মুহূর্তে তাঁর বাবা ক্যানসার আক্রান্ত, কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। অভিষেকও সেই সূত্রে আপাতত কলকাতায়। তাই তাঁর বাড়ি গিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালালেও অভিষেক পাত্রর সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি।

তবে অভিষেকের বাড়িতে তল্লাশি চালিয়ে বালি পাচার সংক্রান্ত বেশ কিছু যোগসূত্র উদ্ধারের আশা করছেন ইডি আধিকারিকরা। আর তা খতিয়ে দেখে পাচারচক্র সম্পর্কে আরও অনেক তথ্য মিলবে। সোমবার কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গোপীবল্লভপুরে ব্যবসায়ী অভিষেক পাত্রর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে। সেখান থেকে কী উদ্ধার হল, বাড়ির সদস্যদের থেকে কোনও তথ্য পাওয়া যাচ্ছে কি না - এসব নিয়ে মুখে কুলুপ ইডি আধিকারিকদের। কয়লা, গরু পাচারের মতো এই মুহূর্তে বালি পাচার মামলাতেও ইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালন করে দ্রুত মামলার কিনারা করার লক্ষ্যে সোমবার সকালে ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বালি পাচার কাণ্ডের কিনারা করতে ফের তৎপর ইডি।
  • সোমবার সাতসকালে ঝাড়গ্রামে ব্যবসায়ী অভিষেক পাত্রর বাড়িতে তল্লাশি।
  • ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি পাচারের অভিযোগ রয়েছে থানায়।
Advertisement