shono
Advertisement

তিস্তার জলস্তর কমতেই উদ্ধার দেহ, চার সেনা জওয়ান-সহ উদ্ধার ১৮ দেহ

সিকিমের সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয়েছিলেন ২৩ জওয়ান।
Posted: 08:19 PM Oct 05, 2023Updated: 08:41 PM Oct 05, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে (Sikkim) বিপর্যয়ে তিস্তায় বন্যা পরিস্থিতি। দুর্যোগ কাটিয়ে নদীর জলস্তর স্বাভাবিক হতেই জলপাইগুড়ির তিস্তার (Teesta) চর থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। বৃহস্পতিবার দিনভর উদ্ধারকাজের পর সন্ধেবেলা ময়নাগুড়ি থানা এলাকার নানা জায়গা থেকে মোট ১৮টি দেহ উদ্ধার হল।

Advertisement

বৃহস্পতিবার দিনভর তিস্তায় উদ্ধারকাজ চলে। সন্ধের পর জলপাইগুড়ি জেলার তিস্তা নদী সংলগ্ন মাল থানা, ময়নাগুড়ি (Maynaguri) থানা এবং সদর ব্লকের কোতোয়ালি থানা এলাকা থেকে মোট ১৮টি দেহ উদ্ধার করলো পুলিশ। এদিন উদ্ধারকাজে হাত লাগান এনডিআরএফ, নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীরা। দেহগুলিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহগুলির মধ্যে ৪ সেনাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের দেহও রয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া দেহের মধ্যে ৪ জন সেনা জওয়ান বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: সিলিং থেকে ঝুলছে স্বামীর দেহ, মাটিতে পড়ে স্ত্রী, হুগলিতে দম্পতির রহস্যমৃত্যু]

এদিকে,  আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্য়ায় জানান, উত্তরবঙ্গে (North Bengal) আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rain) চলবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার থেকে উত্তরবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: পরীক্ষা নিয়ে মানসিক চাপ! গুগল সার্চ করে মাত্রাতিরিক্ত প্রেশারের ওষুধ খেয়ে মৃত্যু কিশোরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার