shono
Advertisement

‘স্বাধীনতা’র জন্য বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল যুবক!

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরে। The post ‘স্বাধীনতা’র জন্য বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল যুবক! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:44 PM Apr 01, 2019Updated: 05:58 PM Apr 01, 2019

নন্দন দত্ত, বীরভূম: রক্ত না দিলে স্বাধীনতা আসবে না। তাই ধারালো অস্ত্রের কোপে নিজের মা-কে খুন করল এক যুবক! ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের কাচনা গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মানসিক ভারসাম্যহীন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[ আরও পড়ুন: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, স্থানীয়দের তৎপরতায় গ্রেপ্তার ২]

ময়ুরেশ্বরের কাচনা গ্রামে বিধবা মায়ের সঙ্গে থাকত রামপ্রসাদ দাস। পেশায় সে রাজমিস্ত্রী, জনমজুরির কাজও করে। রামপ্রসাদের মায়ের নাম পদ্মাবতী দাস। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে যখন বাড়ি উঠানে বসেছিলেন পদ্মাবতী, তখন আচমকাই তাঁর উপর চড়াও হয় রামপ্রসাদ। মায়ের গলায় কাস্তে দিয়ে কোপ মারে সে। ওই বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকেরা। রক্তাক্ত অবস্থায় পদ্মাবতীকে প্রথম নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসুদেব স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় সিউড়ি জেলা হাসপাতালে। হাসপাতালে ভরতি হওয়ার কিছুক্ষণ পরেই মারা যান পদ্মাবতী। এদিকে কাচনা গ্রামের বাড়ি থেকেই অভিযুক্ত রামপ্রসাদ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় অসংলগ্ন কথা বলছে রামপ্রসাদ। নিজেকে মোদিভক্ত বলে দাবি করে সে জানিয়েছে, রক্ত না দিলে নাকি স্বাধীনতা আসবে না। তাই বৃদ্ধা মাকে খুন করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছেলের বিয়ে দিয়েছিলেন পদ্মাবতী দাস। কিন্তু সেই বিয়ে টেকেনি। বছর দেড়েক আগে বাপের বাড়ি চলে যান রামপ্রসাদের স্ত্রী।

[ আরও পড়ুন: কালনায় ‘চেন কিলার’-এর আতঙ্ক, কোনওমতে প্রাণে বাঁচলেন গৃহবধূ ]

The post ‘স্বাধীনতা’র জন্য বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল যুবক! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement