shono
Advertisement
Alipurduar

বড়দিনের সকালে হাতির হানা, বোঝার আগেই শুড়ে পেঁচিয়ে গৃহকর্তাকে আছাড়! উঠোনেই মৃত্যু

ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 10:48 AM Dec 25, 2025Updated: 02:57 PM Dec 25, 2025

রাজ কুমার, আলিপুরদুয়ার: বড়দিনের সকালে মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারে। হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির। বাড়ির সামনেই শুড়ে পেঁচিয়ে তাঁকে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। একই দাঁতালটি তাণ্ডব চালায়  বিভিন্ন এলাকায়। একটি বরফের ফ্যাক্টরিতে হামলা করে সে। ঘটনায় মোট ৫জন আহত হয়েছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পবিত্র রায়। বয়স ৫২ বছর। তিনি ফালাকাটা ব্লকের জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকার বাসিন্দা। সকাল থেকেই কুয়াশায় ঘেরা আলিপুরদুয়ার। আজ, বৃ্হস্পতিবার আচমকায় একটি হাতি চলে আসে পবিত্রবাবুর বাড়ির সামনে। তা বুঝতে পারেননি ওই ব্যক্তি। তারপরই হাতিটি পবিত্রকে শুড়ে পেঁচিয়ে আছাড় পারে হাতিটি। তাতেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হাতিটি যে বাড়ির সামনে এসে গিয়েছে তা বুঝতে পারেননি পবিত্র। বোঝার পর পালানোর সময়টুকুও পাননি। পরিবারের সদস্যদের সামনেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিয়ম মেনে পরিবারকে আর্থিক সাহায্য করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাট এলাকায় রাতে হাতির হানায় মৃত্যু হয় এক শিশু ও মহিলা-সহ মোট তিন জনের। পৃথক দু'টি ঘটনায় হাতির হামলায় ওই তিনজনের মৃত্যু হয়। সেই সময় জানা যায়, বাড়ির সামনে দেড় বছরের কন্যা সন্তানকে কোলে নিয়ে অন্যদের সঙ্গে গল্প করছিলেন মা। সেই সময় হাতির হানায় মার  যান  দু'জনই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাড়ির সামনে হাতির  হানায় মৃত্যু হল এক বাসিন্দার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়দিনের সকালে মর্মান্তিক ঘটনা আলিপুরদুয়ারে। হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির।
  • বাড়ির সামনেই শুড়ে পেঁচিয়ে তাঁকে আছাড় মারে হাতিটি।
  • ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Advertisement