shono
Advertisement
Baruipur

দুই পড়শির অশান্তির মাঝে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! বারুইপুরে গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী

খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
Published By: Paramita PaulPosted: 12:59 PM Feb 23, 2025Updated: 12:59 PM Feb 23, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দুই পড়শির অশান্তির মাঝেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! খুনের হুমকির অভিযোগ। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। প্রাক্তন সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ।

Advertisement

রবিবার সকাল ন'টা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘড়াতে মিন্টু ঘড়ামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল। নিকাশি নালা কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা বাঁধে। মিন্টু ঘড়ামির প্রতিবেশী বশির ঘরামি এসে সেই কাজে বাধা দেয় বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী এসে সেই সমস্যা মিটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বসির ঘরামির জামাই খোকন ওরফে আতিয়ার রহমান মোল্লা একটি বন্দুক নিয়ে মন্টুর উপর চড়াও হয়। তাঁকে প্রাণে মারার হুমকি দেয়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশিরের জামাই খোকন বন্দুক নিয়ে বাড়িতে লুকিয়ে পড়ে। এলাকাবাসীরা বসির ঘরামির বাড়ি ঘিরে ফেলে। বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বারুইপুর থানার পুলিশ বসির ঘরামির বাড়ি থেকে তাঁর জামাই খোকনকে আটক করে। একটি বড় বন্দুক উদ্ধার করে নিয়ে যায় তারা। প্রকাশ্য এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে মন্টু ঘরামির পরিবারের লোকজন। যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি, আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিলেন। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ মল্লিকপুরজুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই পড়শির অশান্তির মাঝেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি!
  • খুনের হুমকির অভিযোগ।
  • রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
Advertisement