shono
Advertisement

দলের বিরুদ্ধে মুখ খুলে খুন হওয়ার আশঙ্কা, কলকাতা ছাড়লেন ঋতব্রত

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন বহিষ্কৃত সাংসদের৷ The post দলের বিরুদ্ধে মুখ খুলে খুন হওয়ার আশঙ্কা, কলকাতা ছাড়লেন ঋতব্রত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:22 PM Sep 15, 2017Updated: 08:52 AM Sep 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন৷ দল তাঁকে ছাড়বে না৷ প্রাণের ভয়ে শেষ পর্যন্ত কলকাতায় নিজের বাসভবন ছাড়ছেন সিপিএম থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ দলেরই একাংশের নেতা-কর্মী তাঁকে খুন করতে পারে বলে আশঙ্কায় ভুগছেন দলের এককালের এই ‘তরুণ তুর্কি’৷ প্রাণ বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে আবেদনও করেছেন৷

Advertisement

দলের তরফে তাঁকে এখনও আনুষ্ঠানিকভাবে বহিষ্কারের চিঠি পাঠানো না হলেও ঋতব্রত হুমকি দিয়েছেন, তদন্ত কমিটির নামে ক্যাঙারু কোর্টের পর্দাফাঁস করে দেবেন দ্রুতই৷ দলের অন্দরে তাঁর বিরুদ্ধে যে পরিকল্পিত চক্রান্ত হয়েছে, তার গোপন অডিও টেপ দ্রুতই প্রকাশ্যে আনবেন তিনি৷ মহম্মদ সেলিম যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসাতে চাইছেন, সেটাও রাখঢাক না করেই জানিয়েছেন৷ এখনই আমূল সংস্কার না হলে বঙ্গ সিপিএম আড়াআড়ি ভাগ হয়ে হয়ে যাবে বলেও সতর্ক করেছেন ঋতব্রত৷

 

অভিযোগ, বরাবরই বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ঋতব্রত৷ অ্যাপল ওয়াচ বা মাঁ ব্লাঁ পেন ব্যবহার করেন আগাগোড়া৷ কিন্তু তাঁকে ফাঁসাতে এখন সেই সব ‘মামুলি জিনিস’কে তাঁর বিরুদ্ধে হাতিয়ার করছে বঙ্গ সিপিএমের একাংশ, অভিযোগ ঋতব্রতর৷ তাঁর দাবি, অনেক বাম নেতাই আইফোন ছাড়া ঘোরেন না৷ কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠে না৷ যত দোষ কেবলমাত্র তাঁর বেলাতেই, প্রশ্ন তুলছেন বহিষ্কৃত সিপিএম নেতা৷ অর্থমন্ত্রী অমিত মিত্রকে দিল্লিতে হেনস্তার নির্দেশ দলেরই কেন্দ্রীয় কমিটি থেকে এসেছিল বলে দাবি করেছেন৷ অথচ, দেশ জুড়ে ওই জঙ্গি আন্দোলনের নিন্দা শুরু হতেই দলের শীর্ষ নেতারা তাঁকেই মূল অভিযুক্ত হিসাবে তুলে ধরেন বলে বোমা ফাটিয়েছেন ঋতব্রত৷


সিপিএমের কেন্দ্রীয় কমিটির অন্দরে কারাত ও সীতারাম শিবিরের মধ্যে যে তুলকালাম লড়াই চলছে, সেটাও ফাঁস করে দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে এমপি ল্যাডের টাকা নিয়েও নয়ছয়ের অভিযোগ তুলে দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে৷ রাজ্যসভার সাংসদ প্রতি বছর নানা উন্নয়ন প্রকল্পের জন্য ৫ কোটি করে টাকা পান৷ প্রায় তিনি বছর রাজ্যসভার এমপি রয়েছেন ঋতব্রত৷ কিন্তু তাঁর অভিযোগ, ১৫ কোটি টাকার বেশিরভাগটাই কীভাবে খরচ হয়েছে তিনি নাকি জানেনই না৷ পুরোটাই ঠিক করে দল৷ যার স্পষ্ট হিসাবও তাঁর কাছে নেই৷

The post দলের বিরুদ্ধে মুখ খুলে খুন হওয়ার আশঙ্কা, কলকাতা ছাড়লেন ঋতব্রত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement