shono
Advertisement

বিরোধ ভুলে মমতার পাশে থেকে কাজ করতে চান কামদুনির প্রতিবাদী শিক্ষক

কালীঘাটের বাড়ি গিয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন প্রদীপ মুখোপাধ্যায়৷ The post বিরোধ ভুলে মমতার পাশে থেকে কাজ করতে চান কামদুনির প্রতিবাদী শিক্ষক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:27 PM Jun 20, 2019Updated: 02:27 PM Jun 20, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদ করে শাসকদলের রোষে পড়েছিলেন৷ তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখতে সেই শাসকদলেই নাম লেখাতে ইচ্ছুক কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ সূত্রের খবর, তৃণমূলের যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে বুধবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর হাতে একটি চিঠি  দিয়ে এসেছেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: ৪ দিনেই মোহভঙ্গ, গেরুয়া ছেড়ে ‘ঘর ওয়াপসি’ পুরুলিয়ার তৃণমূল সদস্যদের]

বছর সাতেক আগে রাতে বাড়ি ফেরার পথে বারাসতের কামদুনিতে গণধর্ষণের পর খুন হন এক কলেজ ছাত্রী৷ সেই ঘটনা সেসময় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল৷ কামদুনি প্রতিবাদী মঞ্চ তৈরি করে বড়সড় আন্দোলনে পথে নেমেছিলেন ওই ছাত্রীর প্রতিবেশী-বান্ধবীরা৷ নেতৃত্বে ছিলেন কামদুনি প্রাথমিক স্কুলের শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ শিরোনামে উঠে এসেছিলেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল৷ সেই প্রতিবাদ পৌঁছে গিয়েছিল দিল্লির দরবারেও৷ আন্দোলন চাপা দিতে সেসময় শাসকদলের চাপও কম ছিল না বলে অভিযোগ উঠেছিল৷ সরকার বিরোধী ভূমিকার জন্য প্রদীপবাবুকে কামদুনি থেকে অন্যত্র বদলি হতে হয় বলেও অভিযোগ৷ তবে সেসবের কাছে মাথা নত করেননি প্রদীপ মুখোপাধ্যায়, টুম্পা-মৌসুমীরা৷

তারপর অনেকটা সময় গড়িয়ে গিয়েছে৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বদল হয়েছে অনেকটাই৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পেয়ে এ রাজ্যে বেশ শক্ত জমি তৈরি করে ফেলেছে বিজেপি৷ আর তাতেই অশনি সংকেত দেখছেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়৷ এই সংকটকালে তৃণমূল অনেক ভরসাযোগ্য এবং বিজেপির সাম্প্রদায়িকতাকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র লড়াকু নেত্রী বলে মনে করছেন তিনি৷ তাঁর কথায়, ‘বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে সাম্প্রদায়িক অশান্তি বাড়বে৷ জাতপাতের বৈষম্য বাড়বে৷ মুখ্যমন্ত্রীকে সেই আশঙ্কার কথা বলেছি৷ জানিয়েছি, ওনার পাশে থেকে দলের কাজ করতে চাই৷ এই মাসেই আমি চাকরি থেকে অবসর নেব৷ তাই অনেক সময় পাব দলের কাজ করার৷ মুখ্যমন্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়েছেন৷ চিঠি পড়বেন বলে জানিয়েছেন৷’

[আরও পড়ুন: থানা উদ্বোধনের দিনেই ফের বোমা-গুলির লড়াই ভাটপাড়ায়, মৃত ১]

এদিকে প্রদীপবাবুর তৃণমূলে যোগদান নিয়ে নানা মহলে গুঞ্জন উঠেছে৷ অনেকে সমালোচনাও করছেন৷ প্রশ্ন উঠছে, তাহলে কি স্যারের পথে হেঁটে টুম্পা, মৌসুমীও শাসকশিবিরে নাম লেখাচ্ছেন? এবিষয়ে কোনও যদিও ইঙ্গিত মেলেনি তাঁদের তরফে৷ তাঁরা বরাবর রাজনীতির বাইরে থাকতেই বেশি স্বচ্ছন্দ্য৷

The post বিরোধ ভুলে মমতার পাশে থেকে কাজ করতে চান কামদুনির প্রতিবাদী শিক্ষক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement