shono
Advertisement

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস-টাকা আদায়! ‘ভুয়ো’সাংবাদিককে গণধোলাই জনতার

তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের রামনগরে।
Posted: 07:58 PM Jul 26, 2021Updated: 08:39 PM Jul 26, 2021

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার সংবাদিক (Journalist) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর পরিবারের থেকে লক্ষাধিক টাকা নিয়েছে অভিযুক্ত। সহবাসও করেছে। পরবর্তীতে গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই ‘ভুয়ো’ সাংবাদিককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) রামনগর এলাকা।

Advertisement

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা মানিক পাত্র নামে ওই যুবক। কিছুদিন আগে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁরা। ওই যুবক প্রেমিকাকে জানিয়েছিল, সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের কর্মী। তাঁর বাবা পেশায় পুলিশ অফিসার (Poilice)। তা বিশ্বাসও করেছিলেন তরুণী। বাড়িতেও জানিয়েছিলেন সম্পর্কের কথা। এমন সুপাত্র পেয়ে বিয়েতে রাজি হয়ে যান তরুণীর বাবা-মা। তাঁদের অভিযোগ, এরপরই বিভিন্ন অছিলায় হবু জামাই টাকার দাবি করে। যথাসাধ্য তা মেটানোর চেষ্টা করেন তাঁরা। ধার করে ১ লক্ষ টাকা দেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার প্রেমিকার সঙ্গে সহবাসও করেন মানিক।

[আরও পড়ুন: ‘BJP বিরোধী যে কোনও দলের সঙ্গে থাকব,’ TMC-CPM’এর সম্পর্কে নয়া মোড়ের ইঙ্গিত বিমান বসুর]

সম্প্রতি তরুণীর পরিবারের সদস্যরা জানতে পারেন, মানিক বিবাহিত, তাঁর দুটি সন্তান রয়েছে। এরপরই প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন ওই তরুণী। বিষয়টি স্থানীয়রা জানার পরই ক্ষোভে ফেটে পড়ে। সোমবার অভিযুক্তকে নাগালে পেতেই তাঁকে একটি ঘরে আটকে রাখে উত্তেজিত জনতা। পরে সংবাদমাধ্যম খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁদের উপরও চড়াও হন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন প্রতারিত তরুণী।

[আরও পড়ুন: HS Results 2021: এত ছাত্র বিক্ষোভ কেন? জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব শিক্ষাদপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার