shono
Advertisement
Siliguri Fire

এসআইআর প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির এসডিও অফিসে আগুন, বহু নথি পুড়ে যাওয়ার শঙ্কা

পুড়ে গিয়েছে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস।
Published By: Kousik SinhaPosted: 10:11 AM Jan 08, 2026Updated: 12:03 PM Jan 08, 2026

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: এসআইআর প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির মহকুমাশাসকের দপ্তরে বিধ্বংসী আগুন (Siliguri Fire)। বুধবার রাত ১১টা নাগাদ দপ্তরের অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় দমকল এব পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। একেবারে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন দমকল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় পুড়ে গিয়েছে সরকারি চেয়ার, টেবিল-সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস। এমনকী একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ারও আশঙ্কা।

Advertisement

জানা যায়, বুধবার রাতে মহকুমাশাসকের অফিস ফাঁকা ছিল। বন্ধ ছিল ঘর। সেই সময় হঠাৎ করে অফিসের ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে একটি, পরে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। তাৎপর্যপূর্ণভাবে ওই অফিস থেকেই এসআইআর সংক্রান্ত কাজ পরিচালিত হচ্ছে। অগ্নিকাণ্ডে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস পুড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। বর্তমানে সমস্ত নথি ডিজিটালাইজেশন করে রাখা হচ্ছে। ফলে ঘটনায় বেড়েছে চিন্তা।

দমকল বিভাগের ফায়ার অফিসার ধর্মেন্দ্র কিশোর রায় জানিয়েছেন, ''দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসে ব্যবহৃত একাধিক আসবাবপত্র, ইলেকট্রনিক্স ডিভাইস পুড়ে গিয়েছে।'' কিন্তু কিছু এসআইআর সংক্রান্ত নথি পুড়েছে তা দেখা যায়নি বলেই জানিয়েছেন ওই দমকল আধিকারিক। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন ধর্মেন্দ্র কিশোর রায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির মহকুমাশাসকের দপ্তরে বিধ্বংসী আগুন।
  • বুধবার রাত ১১টা নাগাদ দপ্তরের অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
Advertisement