সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শিলিগুড়ির আকাশবাণী ভবন। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আকাশবাণী ভবনের পাশের একটি কাঠের গুদামে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। সকাল সাড়ে ৮টা পর্যন্তও আগুন সম্পূর্ণ নেভেনি বলে খবর।
[ডুয়ার্সের জঙ্গল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ পূর্ণবয়স্ক দাঁতাল]
সেবক রোডের কাঠ গুদামের মালিক ওই এলাকারই বাসিন্দা। তাঁরই প্রথম আগুন লাগার ঘটনা চোখে পড়ে। দমকলে খবর দিলে প্রথমে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। তবে কাঠের জিনিসপত্রে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তাছাড়া ওই কাঠকলে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না বলে জানান দমকল আধিকারিক। ফলে জল নিয়ে সমস্যায় পড়তে হয় দমকলবাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছে যায় আরও পাঁচটি ইঞ্জিন। এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেশ সমস্যা হচ্ছে দমকলের। আপাতত আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও বিপদ কাটেনি।
[প্রাক্তন ডেপুটি মেয়র-সহ ৪ জনকে গুলি করে খুন]
তবে ঠিক কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। কাঠকলের ভিতরের প্রায় সব আসবাব ও সরঞ্জামই আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনের ঘটনায় বুধবার সকালে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
The post কাঠের গুদামে আগুন, অল্পের জন্য রক্ষা পেল আকাশবাণী ভবন appeared first on Sangbad Pratidin.
