shono
Advertisement
Kakdwip

কাকদ্বীপে ফুটবল কার্নিভালে দুর্ঘটনা, বাজির আগুনে আহত নাবালক-সহ ৬

ম্যাচ চলাকালীন মাঠে বাজি ফাটানো হচ্ছিল, সেখান থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 10:17 PM Jan 31, 2025Updated: 10:37 PM Jan 31, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কাকদ্বীপে ফুটবল কার্নিভালে দুর্ঘটনা। শুক্রবার, ফাইনালের দিন মাঠে বাজির আগুনে আহত এক নাবালক-সহ ৬ জন। তাঁদের মধ্যে তিনজনকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি নাবালকও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কাকদ্বীপের বিধান ময়দানে ফাইনাল ম্যাচ চলাকালীন আনন্দ উদযাপনে দেদার বাজি ফাটানো হচ্ছিল। সেই বাজি থেকেই কোনওভাবে বিস্ফোরণ ঘটে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন উপস্থিত দর্শকরা। আগুনে আহত হয় এক নাবালক। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। তদন্তে নেমেছে কাকদ্বীপ থানার পুলিশ।

Advertisement

স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে কাকদ্বীপের বিধান ময়দানে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। শুক্রবার ছিল ফাইনাল ম্যাচ। খেলা দেখতে ভিড় জমান বহু মানুষ। ছোট থেকে বড় - গ্যালারি ভর্তি ছিল সকলের উপস্থিতিতে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আরও উপভোগ্য করে মাঠের মধ্যেই বাজি ফাটানো হচ্ছিল। আচমকাই ঘটে দুর্ঘটনাটি। কোনও একটি আতসবাজিতে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে তা প্রবল শব্দে বিস্ফোরণ ঘটায়। আশেপাশে থাকা লোকজন আহত হন। তাঁদের দেহের কিছু কিছু অংশ পুড়ে যায়। আহতদের মধ্যে রয়েছে এক নাবালক। সঙ্গে সঙ্গে ম্যাচ থামিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর। বাকিদের চিকিৎসা চলছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। 

এনিয়ে আয়োজক তথা বিধায়ক মন্টুরাম পাখিরা জানান, ''খুব বড় বিপদ ঘটেনি। যারা বাজি পোড়ানোর সময় একেবারে পাশে দাঁড়িয়েছিল, তারাই আহত হয়েছে। কারও আঘাত গুরুতর নয়। হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। একটু স্থিতিশীল হলেই তাদের ছেড়ে দেওয়া হবে তাদের। আতঙ্কের কিছু নেই।'' তা সত্ত্বেও খেলার মাঠে এমন দুর্ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত খেলোয়াড়রাও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাকদ্বীপে ফুটবল ম্যাচ চলাকালীন আগুন।
  • বাজির আগুনে আহত নাবালক-সহ ৬, ভর্তি হাসপাতালে।
Advertisement