shono
Advertisement

ধারালো অস্ত্রের কোপে খুন মাছ ব্যবসায়ী, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পরিবারের

বিজেপিতে যোগ দেওয়ায় খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ The post ধারালো অস্ত্রের কোপে খুন মাছ ব্যবসায়ী, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Jun 02, 2019Updated: 07:41 PM Jun 02, 2019

নবেন্দু ঘোষ, বসিরহাট: বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে নৃশংসভাবে খুন হলেন এক যুবক৷ বসিরহাটের বাদুড়িয়ার পূর্ব বাজিতপুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়৷ পরিবারের অভিযোগ, সম্প্রতি বিজেপিতে যোগদান করায় প্রতিহিংসাবশত তাঁকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷

Advertisement

[আরও পড়ুন: আমডাঙায় তৃণমূলের বিরুদ্ধে নন্দীগ্রামের ধাঁচে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংয়ের]

অজয় মণ্ডল নামে এক মাছ ব্যবসায়ী রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে৷ নৃশংসভাবে তাঁকে খুন করা হয়৷ এরপর পথচলতি মানুষজন রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ বসিরহাট থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷

ঘটনায় শোকের পাশাপাশি স্তম্ভিত পরিবার৷ সদস্যদের বক্তব্য, অজয়ের কোনও শত্রু ছিল না৷ তবে সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ তাই রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁকে খুন করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা৷ সেক্ষেত্রে অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি একেবারেই অস্বীকার করেছে৷ তাঁদের দাবি, অজয় মণ্ডলের খুনের সঙ্গে আদৌ রাজনীতির কোনও যোগাযোগই নেই৷ পারিবারিক বা ব্যবসায়িক শত্রুতার জেরে তাঁকে খুন হতে হয়েছে৷ পারিবারিক না রাজনৈতিক, তা বুঝতে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ৷

[আরও পড়ুন:পুকুর ভরাট করে বিনোদন পার্ক তৈরির সিদ্ধান্ত, স্থানীয়দের ক্ষোভের মুখে পুরপ্রধান]

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসা চলছে৷ কোথাও বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা, কোথাও বা অত্যাচারের অভিযোগে কাঠগড়ায় রাজ্যের শাসকদল৷ সংঘর্ষ, হাতাহাতি, অশান্তি অব্যাহতই বিভিন্ন প্রান্তে৷ তবে রাজনৈতিক সংঘর্ষ থেকে খুনের মতো ঘটনা বিশেষ ঘটেনি৷ তাই অজয় মণ্ডলের মৃত্যুর ঘটনায় মাথাচাড়া দিচ্ছে বেশ কিছু সংশয়৷ যদিও প্রকৃত ঘটনা কী, সেই উত্তর মিলবে পুলিশি তদন্তেই৷    

The post ধারালো অস্ত্রের কোপে খুন মাছ ব্যবসায়ী, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement