shono
Advertisement
Hooghly

বড় ডাকাতির ছক বানচাল! সাফল্য রিষড়া পুলিশের, গ্রেপ্তার ৫ কুখ্যাত দুষ্কৃতী

ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত।
Published By: Suhrid DasPosted: 06:01 PM Feb 16, 2025Updated: 06:01 PM Feb 16, 2025

সুমন করাতি, হুগলি: বড় সাফল্য পেল রিষড়া থানার পুলিশ। শনিবার রাতে ডাকাতির ছক বানচাল করলেন পুলিশ কর্মীরা। উদ্ধার হল একাধিক অস্ত্র। ধৃতরা একাধিক সমাজবিরোধীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত বলে খবর। ধৃতদের আজ রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রিষড়ার হেস্টিংস মাঠে জড়ো হয়েছিল পাঁচজন। গভীর রাতে মাঠে লোকজনের জমায়েতের খবর গিয়ে পৌঁছয় পুলিশের কাছে। দ্রুত রিষড়া থানার পুলিশ সেখানে যায়। তাদের ধরার জন্য ওই মাঠের একটা দিক ঘিরে ফেলা হয়। দুষ্কৃতীরা পালাতে চেষ্টা করলে তাদের তাড়া করে ধরা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল শেখ জামির ও চিকনা পাপ্পু, অজয় রাই, মুন্না বাদসা, অরবিন্দ পাসোয়ান। শেখ জামিরের বাড়ি বিহারের বক্সারে। বাকিরা রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতরা প্রত্যেকেই কুখ্যাত বলে পুলিশ জানিয়েছে। অতীতেও তাদের নামে একাধিক অপরাধমূলক কাজকর্ম রয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকবার তারা গ্রেপ্তারও হয়েছিল। শেখ জামিরের গ্রেপ্তারি বেশ গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

ধৃতদের থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, বোমা, শাবল ও দরজা ভাঙার সরঞ্জাম পাওয়া গিয়েছে। বড় কোনও ডাকাতির ছক তারা গতকাল করছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতদের এদিন শ্রীরামপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড় সাফল্য পেল রিষড়া থানার পুলিশ।
  • শনিবার রাতে ডাকাতির ছক বানচাল করলেন পুলিশ কর্মীরা।
  • ধৃতরা একাধিক সমাজবিরোধীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত বলে খবর।
Advertisement