নিরুফা খাতুন: কয়েকটা দিন হাসফাঁস গরমে (Hot)কাটানোর পর গত সপ্তাহান্তে ছিঁটেফোঁটা স্বস্তির বৃষ্টিতে তপ্ত মাটি খানিকট তৃষ্ণা মিটিয়েছিল। কলকাতা (Kolkata) ও জেলাগুলিতেও দমকা হাওয়া আর কয়েক ফোঁটা বৃষ্টি তাপমাত্রার পারদ কমিয়েছিল কিছুটা। সপ্তাহের প্রথম দিন সকাল থেকে তাই বাংলার আবহাওয়া বেশ আরামদায়ক। তারই মধ্যে আরও সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকেই উত্তরবঙ্গে শিলাবৃষ্টির (Hail Storm)সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গে দাপট দেখাতে চলেছে কালবৈশাখী। তবে স্বস্তির এই আবহাওয়া মাত্র দু’দিন স্থায়ী হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা, অস্বস্তি।
সোমবার দিনের প্রথম বুলেটিনে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather office) পূর্বাভাসে জানিয়েছে, উত্তরবঙ্গের শিলাবৃষ্টি (Kalbaisakhi) আর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হতে পারে, কালবৈশাখীর মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের কিছু এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সোমবার। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরের এই পাঁচ জেলাতে। মঙ্গলবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।
[আরও পড়ুন: সিঙ্গুরে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার! প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা]
এদিকে, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা সর্বাধিক। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বুধবারও হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। দু’এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
[আরও পড়ুন: ‘গ্রামবাংলার মতামত’ যাচাইয়ে গণভোট, অভিষেকের কর্মসূচির আগে কমিটি গড়ল তৃণমূল]
বুধবার থেকে তাপমাত্রা গড়ে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে, এমনই সম্ভাবনার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। কলকাতাতেও সন্ধের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বিকেল বা সন্ধের দিকে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ গত ২৪ ঘন্টায় ছিল ৪১ থেকে ৮২ শতাংশ।