shono
Advertisement
Abdur Rezzak Mollah Dies

প্রয়াত 'চাষার ব্যাটা', না ফেরার দেশে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা

'চাষার ব্যাটা'র মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
Published By: Sayani SenPosted: 12:22 PM Apr 11, 2025Updated: 01:44 PM Apr 11, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা (Abdur Rezzak Mollah Dies)। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতে থাকতেন তিনি। শুক্রবার সকালে প্রাতঃরাশ সেরে ওঠার পর কাশতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে সব শেষ। পরিবারের লোকজনের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। 'চাষার ব্যাটা'র মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Advertisement

১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন রেজ্জাক মোল্লা। ১৯৭৭ সালে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন। বাম আমলে মন্ত্রী হিসাবে ভূমি সংস্কার, সুন্দরবন উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। ২০১৪ সালে দলবিরোধী কথা বলার কারণে তাঁকে বহিষ্কার করে সিপিএম। এরপর ২০১৬ সালে যোগ দেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার ভোটে জয়ীও হন রেজ্জাক মোল্লা। তৃণমূলের শাসনকালে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রীও ছিলেন তিনি।

রেজ্জাক মোল্লার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর কর্মজীবনের প্রশংসা করে তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

ভাঙড়ের বাঁকড়ি গ্রামের ভূমিপুত্র রেজ্জাক মোল্লা নিজেকে বরাবর পরিচয় দিতেন ‘চাষার ব্যাটা’ বলে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সতীর্থ ছিলেন। তবে তাঁর সঙ্গে মতবিরোধও ছিল। সিঙ্গুর আন্দোলনের সময় রেজ্জাক মোল্লা বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন, "হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে।" বুদ্ধবাবুর মৃত্যুর সময় অশীতিপর রেজ্জাক মোল্লা দুঃখপ্রকাশ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রেজ্জাক মোল্লা। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। ইতিমধ্যে তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন নেতা-কর্মীরা। বেঁচে থাকাকালীন প্রায়শয়ই রেজ্জাক মোল্লার মুখে শোনা যেত, মরলে ভাঙড়ের বাঁকড়ির বাড়িতেই যেন কবর দেওয়া হয় তাঁকে। পরিবার সূত্রে খবর, শেষ ইচ্ছার কথা মাথায় রেখে ওই বাড়িতেই সম্ভবত সমাধিস্থ করা হবে রেজ্জাক মোল্লাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • না ফেরার দেশে প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা।
  • দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বাঁকড়ি গ্রামে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর।
  • 'চাষার ব্যাটা'র মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
Advertisement