সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের বিরাট সাফল্য বিএসএফের। পাচারের আগেই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বানপুর সীমান্তে। গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে। ধৃতকে জেরা করে তথ্য জানার চেষ্টায় তদন্তকারীরা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। দিন কয়েক আগেও নদিয়ার সীমান্তে প্রচুর সংখ্যায় সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল।
বিএসএফ জওয়ানরা অন্যান্য দিনের মতোই বানপুর সীমান্তে টহল দিচ্ছিলেন। সীমান্ত সড়ক থেকে বানপুর গ্রামের দিকে এক ব্যক্তি গতকাল, বৃহস্পতিবার রাতে আসতে দেখা গিয়েছিল। তাঁকে দেখে জওয়ানদের সন্দেহ হয়েছিল। জওয়ানরা তাঁকে দাঁড়াতে বললে তিনি পালাতে শুরু করেন। তাড়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলেন জওয়ানরা। তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে সোনার বিস্কুট। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোট ৩২টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে ধৃতের থেকে। ওই পরিমাণ সোনার মোট ওজন ৪২৩৪.৯৮ গ্রাম। যার আনুমানিক বাজারদর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
চলতি মাসে বিএসএফের হাতে এই নিয়ে তিনবার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় বিওপি টুঙ্গির জওয়ানরা অভিযান চালিয়ে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল। অভিযোগ, দুই পাচারকারী জলের মধ্যে থাকা কচুরিপানার নিচে সোনা লুকিয়ে রাখছিল। একজনকে গ্রেপ্তার করা হলেও অন্যজন পালিয়ে যায়। উদ্ধার হয় তিন কোটি টাকার বেশি মূল্যের সোনার বিস্কুট। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে আরও বেশি করে নজরদারি বাড়ানোর কথা বলে।
