shono
Advertisement
Howrah News

তিনমাসের নাতিকে জলে ডুবিয়ে খুন! হাওড়ায় হাড়হিম ঘটনা, গ্রেপ্তার ঠাকুমা

প্রতিবেশীদের চাপের মুখে পড়ে ঠাকুমা দোষ স্বীকার করেছে বলে দাবি।
Published By: Sucheta SenguptaPosted: 11:24 AM Nov 25, 2025Updated: 02:33 PM Nov 25, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাতসকালে হাড়হিম ঘটনা হাওড়ায় (Howrah)! তিনমাসের নাতিকে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঠাকুমাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। সূত্রের খবর, পুলিশের জেরার মুখে পড়ে ঠাকুমা স্বীকার করেছে যে নাতিকে জলে ফেলে খুন করা হয়েছে। মাত্র তিনমাসের সন্তানকে এভাবে হারিয়ে কেঁদে আকুল মা-বাবা। ঠাকুমার 'নৃশংসতা' দেখে ফুঁসছেন প্রতিবেশীরা।

Advertisement

ডোমজুড় থানা এলাকার পিরডাঙা এলাকার বাসিন্দা মৃত শিশুর পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, শিশুর বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রাত্রিকালীন কাজ (নাইট ডিউটি) করেন। রাতে শিশুপুত্রকে নিয়ে যাতে একা থাকতে না হয়, তাই গৃহবধূ ময়না বন্দ্যোপাধ্যায় নিজের মাকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন। রবিবার বিশেষ কাজের জন্য নিজের বাড়ি চলে যান বধূর মা। তাঁর বদলে ময়নাদেবী শাশুড়ি অর্থাৎ অভিজিৎবাবুর মাকে নিয়ে আসেন। ঠাকুমা সারিথী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একরাত ঘুমিয়েছিল ৩ মাসের শিশু। পরের দিনই বিপত্তি ঘটে।

মঙ্গলবার ভোরে ময়নাদেবী প্রাত:কর্ম সেরে ঘরে ফিরে দেখেন, বিছানায় তাঁর সন্তান নেই। বিছানা ফাঁকা দেখেই তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন। তা শুনে স্থানীয়রা জড়ো হন বাড়ির সামনে। সকলে শিশুকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ঘন্টা দেড়েক পর এলাকার একটি পুকুরে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ডোমজুড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। তিনমাসের শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিশুর ঠাকুমার দিকেই সন্দেহের আঙুল ওঠে। শিশুর মা এবং প্রতিবেশীদের চাপের মুখে পড়ে ঠাকুমা সারিথী বন্দ্যোপাধ্যায় স্বীকার করে যে নাতিকে জলে ফেলে দিয়েছে। এমনটাই দাবি স্থানীয়দের। পুলিশ ঠাকুমাকে গ্রেপ্তার করেছে। শুরু হয়েছে তদন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাওড়ায় হাড়হিম ঘটনা! তিনমাসের নাতিকে খুনের অভিযোগে গ্রেপ্তার ঠাকুমা।
  • সকালে এলাকার পুকুর থেকে দেহ উদ্ধারের পর সন্দেহের আঙুল ওঠে ঠাকুমার বিরুদ্ধে।
  • প্রতিবেশীদের চাপের মুখে সে দোষ স্বীকার করেছে বলে দাবি প্রতিবেশীদের।
Advertisement