নব্যেন্দু হাজরা: রাজ্য় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ১ জুলাই, চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটির ঘোষণা নবান্নের। যদিও রাজ্য সরকারের দুই দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন না।
১ জুলাই স্বনামধন্য চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী। দেশজুড়ে ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের 'হাফ ছুটি'র ঘোষণা। ওই দিন দুপুর দু'টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস। যদিও কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে।
শুধু সরকারি ছুটিই নয়, বাংলায় প্রতি বছর বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালিত হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচির আয়োজন করা হয় ওই দিনে। বিধানসভায়ও পালিত হয় দিনটি। কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় সে সব উদ্যোগ চোখে পড়ে। দিনটি নিয়ে রাজ্য সরকারের তরফে বিশেষ ঘোষণা করা হল। গত কয়েক বছরের মতোই এবছরও ১ জুলাই, আগামী মঙ্গলবার সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিল রাজ্য।
