shono
Advertisement
Halisahar

ত্রিকোণ প্রেমের জের, তরুণীর নতুন প্রেমিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক 'মার', মুখে প্রস্রাব প্রাক্তনের!

জানা যাচ্ছে, অত্যাচারের ভিডিও করে তা সোশাল মিডিয়ায় পোস্টও করে অভিযুক্তরা।
Published By: Tiyasha SarkarPosted: 04:27 PM Dec 01, 2025Updated: 04:47 PM Dec 01, 2025

অর্ণব দাস, বারাকপুর: বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। যা মোটেই ভালোভাবে নেননি প্রাক্তন প্রেমিক। রাগের বশে প্রাক্তনের বর্তমান প্রেমিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ যুবক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। তাঁর মুখে প্রস্রাবও করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। নৃশংস অত্যাচারের ভিডিও করে তা সোশাল মিডিয়ায় পোস্টও করে অভিযুক্তরা। বিষয়টা প্রকাশ্যে আসতেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নৈহাটির বিধায়ক সনৎ দে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরে (Halisahar)।

Advertisement

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় এলাকারই সন্দীপ ঘোষের। তা নিয়েই সমস্যার শুরু। অভিযোগ, তরুণীর প্রাক্তন প্রেমিক শুভ্রনীল কিসকু নানাভাবে সন্দীপকে হুমকি দিচ্ছিল। সম্প্রতি জোর করে সন্দীপকে নিয়ে যায় শুভ্রনীলের সাগরেদ জিৎ সরকার ও অভীক। হালিশহরে কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেধড়ক মারধর করা হয় সন্দীপকে। মুখে প্রস্রাবও করে দেওয়া হয় বলে অভিযোগ। অত্যাচারের ভিডিও আপলোড করা হয় সোশাল মিডিয়ায়।

এদিকে নির্যাতিতের পরিবারের তরফে জেঠিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। খবর পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শুভ্রনীল ও জিৎকে। ঘটনার তীব্র নিন্দা করেছেন নৈহাটির বিধায়ক সনৎ দে। দোষীদের উপযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আক্রান্তের দাবি, দীর্ঘদিন আগেই ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। যা মোটেই ভালোভাবে নেননি প্রাক্তন প্রেমিক।
  • রাগের বশে প্রাক্তনের বর্তমান প্রেমিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ যুবক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে।
  • তাঁর মুখে প্রস্রাবও করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Advertisement