বাংলায় কথা বলার শাস্তি! এবার উত্তরপ্রদেশে বাংলার সিঙ্গুরের শ্রমিককে খুনের অভিযোগ। বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির (Hooghly) সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। খবর পেয়েই মৃতের বাড়ি গিয়েছেন হরিপালের বিধায়ক করবী মান্না। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এবার উত্তরপ্রদেশে বাংলার সিঙ্গুরের শ্রমিককে খুনের অভিযোগ। বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন স্ত্রী।
জানা গিয়েছে, মৃতের নাম শেখ সইদুল্লা। তাঁর বয়স ৩২ বছর। হুগলির (Hooghly) সিঙ্গুর থানার দেওয়ানভেরির বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশে থাকতেন তিনি। কাজ করতেন সোনার দোকানে। স্ত্রী-সন্তানও সেখানেই থাকত। সম্প্রতি এসআইআর (SIR in West Bengal) শুনানিতে ডাক পান সইদুল্লার স্ত্রী। সেই কারণে তিনি ফিরে এসেছিলেন গ্রামে। ১৯ তারিখ ফেরার কথা ছিল যুবকের। তাঁর আগেই গ্রামে ফিরল যুবকের কফিনবন্দি দেহ। অভিযোগ, উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে সইদুল্লাকে।
অভিযোগ, উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে সইদুল্লাকে।
মৃতের স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছিল তাঁদের। তাঁর অভিযোগ, সুযোগ পেয়ে সইদুল্লাকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানকার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের অত্যাচারের অভিযোগ উঠছে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিনরাজ্যে অত্যাচারিত একাধিক শ্রমিককে তৃণমূলের উদ্যোগে ঘরেও ফেরানো হয়েছে। উল্লেখ্য, এদিন ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বেলডাঙা।
