ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি, আমজনতাকে সতর্ক করতে এবার লাঠিহাতে রাস্তায় বধূরা

04:10 PM Apr 28, 2021 |
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: রাজ্যজুড়ে ক্রমশ ভয়ংকর আকার নিচ্ছে কোভিড (COVID-19)। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না মানুষের। তাই আমজনতাকে সচেতন করতে লাঠি হাতে তুলে নিলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ক্যানিংয়ের বধূরা। কড়া হাতে সকলকে সচেতন করছেন তাঁরা। প্রয়োজনে হাতে তুলে দিচ্ছেন মাস্ক, স্যানিটাইজার।

Advertisement

সোমবার থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার তালদিতে করোনা সচেতনতায় অভিযান চালানো হচ্ছে। জেলার MNAREGA দপ্তরের উদ্যোগে এলাকার মহিলা শ্রমিকরাও যুক্ত হয়েছেন এই কাজে। শুধু বাজার, জনবহুল এলাকাই নয় লাঠিহাতে প্রত্যন্ত গ্রামেও প্রচার চালাচ্ছেন তাঁরা। প্রয়োজনে মাস্ক হাতে ধরিয়ে দিচ্ছেন। নিয়ম ভাঙলে পিঠে পড়ছে লাঠির ঘা! গৃহবধূরা জানিয়েছেন, “পথে নামা ছাড়া আমাদের আর কোনও পথ ছিল না। মানুষকে নানা ভাবে বলেও হুঁশ ফেরানো যাচ্ছিল না।” স্থানীয়রা সংসার ফেলে বাইরে বেরিয়ে মহিলাদের এই কাজকে স্বাগত জানিয়েছেন।উৎসাহিত হয়ে কেউ মাস্ক, স্যানিটাইজার কিনে সহযোগিতার হাতও বাড়িয়েছেন।

[আরও পড়ুন: শেষ দফা ভোটের আগে ফের ধাক্কা খেল তৃণমূল, দল ছাড়লেন আরও এক প্রাক্তন মন্ত্রী

উল্লেখ্য,গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬,৪০৩ জন। তাঁদের মধ্যে ৩,৭০৮ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানকারও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৪৫১ জন। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে নতুন করে করোনা থাবা বসায় সেখানকার ৯৩৯ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানকার ৯১৯ জন।

Advertising
Advertising

[আরও পড়ুন: করোনা রুখতে অবৈধ হোটেল উচ্ছেদে গিয়ে আক্রান্ত পুলিশ, ধুন্ধুমার জলপাইগুড়িতে]

Advertisement
Next