shono
Advertisement

Breaking News

HS syllabus

উচ্চ মাধ্যমিকের সংস্কৃতে সিলেবাস বদল সংসদের, জারি বিজ্ঞপ্তি

সেমেস্টার শুরু হওয়ার পরে পাঠ্যক্রমে এ হেন বদল ঘিরে শিক্ষকমহলে নানা মত দেখা দিয়েছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:00 PM Apr 29, 2025Updated: 03:44 PM Apr 29, 2025

স্টাফ রিপোর্টার: সংস্কৃতের পাঠ্যক্রম বদল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংস্কৃতের তৃতীয় সেমেস্টারের ১, ২, ৩ ও ৫ নম্বর ইউনিটের বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে সংসদ।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় সেমেস্টারে ইউনিট ১ গদ্যাংশে 'শ্রীমতী' (অবদানশতক-এর অংশবিশেষ)-র পরিবর্তে নতুন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে 'রাজবাহনচরিত' (দশকুমারচরিত-এর অংশবিশেষ)। ইউনিট-২ পদ্যাংশে 'অভ্যাসবশগং মনঃ' (শ্রীমদ্ভগবদগীতার নির্বাচিত অংশ)'র পরিবর্তে এসেছে 'যোগঃ কর্মসু কৌশল' (শ্রীমদ্ভগবদগীতা-র নির্বাচিত অংশ)। ইউনিট ৩-এর নাটক অংশে 'বীরঃ সর্বদমনঃ' (মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশবিশেষ)-এর জায়গায় এবার পড়তে হবে 'দুর্বাসাসঃ অভিশাপঃ' (অভিজ্ঞান শকুন্তলমের অংশবিশেষ)। ইউনিট-৫ পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস অংশে এতদিন আর্যভট্ট ও বরাহমিহির (গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়) ছিল। এবার বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্ত পাঠ্যসূচির তালিকাভুক্ত হয়েছে।

এদিকে, সেমেস্টার শুরু হওয়ার পরে পাঠ্যক্রমে এ হেন বদল ঘিরে শিক্ষকমহলে নানা মত দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক বিজন সরকার বলেন, "পাঠ্যক্রম পাল্টালে অনেক বিষয় থাকে, যেগুলো চটজলদি বোঝা যায় না। বিশেষজ্ঞদের মত নিয়ে বদলাতে হয়। তাতে সময় একটু বেশি লেগে যেতে পারে। আগে করলে ভালো হত।" এবিটিএ-র সাধারণ সম্পাদক সুকুমার পাইনের প্রতিক্রিয়া, "এখনও সংস্কৃতের সঙ্গে বাংলা, ইংরেজি বিষয়ের বই বিভিন্ন স্কুলে এসে পৌঁছয়নি। এখন নতুন করে পাঠ্যক্রমে রদবদল করা হলে ক্লাস শুরু হবে কী ভাবে?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংস্কৃতের পাঠ্যক্রম বদল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
  • সংস্কৃতের তৃতীয় সেমেস্টারের ১, ২, ৩ ও ৫ নম্বর ইউনিটের বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে।
  • বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে সংসদ।
Advertisement