shono
Advertisement
Panihati

পানিহাটিতে কাউন্সিলর ঘনিষ্ঠ TMC নেতার বাড়িতে অস্ত্রভাণ্ডার! উদ্ধার সেনায় ব্যবহৃত কার্তুজ-বিদেশি বন্দুক

নেপালি নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 11:25 AM Jun 03, 2025Updated: 11:25 AM Jun 03, 2025

অর্ণব দাস, বারাকপুর: পানিহাটিতে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। ইতিমধ্যেই নইম আলি ওরফে নেপালি নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সেনায় ব্যবহৃত কার্তুজ থেকে শুরু করে বিদেশি বন্দুক। কিন্তু কীভাবে এই অস্ত্র পেলেন ওই ব্যক্তি? তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পানিহাটির বাসিন্দা, তৃণমূল কর্মী নইম আলির বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই চক্ষুচড়কগাছ। এ যেন অস্ত্রভাণ্ডার! নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্টেন গান, পাইপ গান থেকে শুরু করে সেনার ব্যবহৃত কার্তুজ। এরপরই আগরপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মীকে। বিষয়টি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এত বাহারি অস্ত্র কোথা থেকে পেলেন ওই ব্যক্তি? কেনই বা সেগুলো জড়ো করেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা। ধৃত নেপালিকে জিজ্ঞাসাবাদ করলেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "গোটা এলাকাটা অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওখানের কোনও বাড়িতে তৃণমূলের অনুমতি ছাড়া ইটও গাঁথা যায় না।" যদিও নেপালিকে দলের কর্মী বলে মানতে নারাজ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। পালটা অর্জুন সিংকে আক্রমণ করে তিনি বলেন, "যাকে গ্রেপ্তার করা হয়েছে যে তৃণমূলের কেউ নন। জেরা করলেই জানা যাবে, ও অর্জুন সিংয়েরই লোক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পানিহাটিতে কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়।
  • ইতিমধ্যেই নইম আলি ওরফে নেপালি নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • উদ্ধার হয়েছে সেনায় ব্যবহৃত কার্তুজ থেকে শুরু করে বিদেশি বন্দুক। কিন্তু কীভাবে এই অস্ত্র পেলেন ওই ব্যক্তি? তা ভাবাচ্ছে তদন্তকারীদের।
Advertisement