shono
Advertisement
Digha

দিঘার সমুদ্রে ভিড় অথচ ফাঁকা হোটেল, বড়দিনে হতাশ ব্যবসায়ীরা

উৎসবের আবহেও চিন্তায় হোটেল মালিকরা। 
Published By: Subhankar PatraPosted: 01:49 PM Dec 25, 2024Updated: 04:02 PM Dec 25, 2024

রঞ্জন মহাপাত্র, কাঁথি: রাজ্যজুড়ে উৎসবের মরশুম। বছরের শেষ কটা দিন চুটিয়ে উপভোগ করছেন সবাই। পিকনিকের সময়ে ভিড় জমেছে দিঘাতেও। তবে হতাশ হোটেল ব্যবসায়ীরা। কারণ, পর্যটকরা সমুদ্র শহরে গেলেও হোটেলে থাকছেন না। যা নিয়ে চিন্তায় পড়েছেন হোটেল মালিকরা। 

Advertisement

বড়দিনের সকালে দিঘার সৈকতে চোখ ঘোরালেই দেখা যাচ্ছে গাড়ির ভিড়। সমুদ্রে থিক থিক করছে কালো মাথা। চলছে দেদার বিকিকিনিও। তবে মন্দা হোটেল ব্যবসায়। পর্যটকরা গেলেও হোটেলে থাকছেন না কেন? খোঁজ নিতেই জানা গেল, পর্যটকদের ছুটির সমস্যা প্রধান কারণ! আসলে সপ্তাহের মাঝেই আজ বুধবার বড়দিন। এদিন ছুটি থাকলেও বাকি দিনগুলিতে অফিসে হাজিরা দিতে হবে। এই আবহে কেউই রাত যাপন করতে চাইছেন না দিঘায়। একদিনের ছুটিতে পিকনিক করে বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা প্রায় সকলের। 

গাড়ির ভিড় দিঘার সৈকতে। নিজস্ব চিত্র

যার ফলে বেজায় হতাশ ব্যবসায়ীরা। খালি হোটেলে প্রায় মাছি তাড়ানোর উপক্রম বলে দাবি তাঁদের। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, "সপ্তাহের মাঝখানে বুধবার বড়দিন পড়ছে তাই হোটেলে ভিড় নেই। যাঁরা পিকনিক করতে আসছেন তাঁদের ভিড় রয়েছে।" তবে তিনি আশাবাদী সপ্তাহের শেষের দিকে পর্যটকদের ভিড় হতে পারে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যজুড়ে উৎসবের মরশুম। বছররে শেষ কটা দিনচুটিয়ে উপভোগ করছেন সবাই।
  • পিকনিকের সময়ে ভিড় জমেছে সুমদ্র সৈকত দিঘাতেও। তবে হতাশ হোটেল ব্যবসায়ীরা।
  • কারণ, পর্যটকরা সমুদ্র শহরে গেলেও হোটেলে থাকছেন না। যা নিয়ে চিন্তায় পড়েছেন হোটেল মালিকরা।
Advertisement