shono
Advertisement
Fuliya

ওষুধের দোকানে মধুচক্রের আসর! সরকারি ডাক্তারের অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হতেই উত্তাল ফুলিয়া

ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Published By: Suhrid DasPosted: 05:50 PM Mar 31, 2025Updated: 06:22 PM Mar 31, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: ওষুধের দোকানের ভিতরেই চলত মধুচক্র! আর এই কুকর্ম করতেন খোদ সরকারি চিকিৎসক? এমনই গুরুতর অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরে। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পরেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় ফুলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অমিয়কুমার দাস সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন। ওই এলাকার একই দোকানেও তিনি রোগী দেখেন বলে খবর। পাশাপাশি ওই দোকানের ভিতরে অপরিচিত মহিলাদেরও যেতে দেখা যায়! দোকানের চেম্বারের মধ্যেই ওই চিকিৎসক মধুচক্র চালান বলে অভিযোগ। এইসব কিছুই ওষুধের দোকানের মালিক ও তাঁর স্ত্রীর সম্মতিতে হন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই বিষয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছিল।

সেই পরিস্থিতিতে রবিবার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে চিকিৎসকের সঙ্গে এক মহিলাকে দেখতে পাওয়া যায়। আর সেই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, ওই দোকানের মধ্যেই এই অশালীন কাজকর্ম চালাতেন চিকিৎসক। ওই দোকান বন্ধ করে দেওয়ার দাবি তোলা হয়। চলে প্রবল বিক্ষোভ।

সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া ফাঁড়ির পুলিশ। অবিলম্বে পুলিশকে পদক্ষেপ করতে অনুরোধ করা হয়। পুলিশের কাছে মাস পিটিশনও দাখিল করা হয় এই বিষয়ে। ওই দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসক অমিয়কুমার দাসের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওষুধের দোকানের ভিতরেই চলত মধুচক্র! আর এই কুকর্ম করতেন খোদ সরকারি চিকিৎসক?
  • এমনই গুরুতর অভিযোগ উঠেছে নদিয়ার শান্তিপুরে। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পরেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
  • ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় ফুলিয়া পুলিশ ফাঁড়ি এলাকায়।
Advertisement