shono
Advertisement

ইসলামপুর কাণ্ডে মৃত আরও এক ছাত্র, বিজেপির বনধে থমথমে উত্তর দিনাজপুর

অশান্তি ছড়ানোর অপরাধে গ্রেপ্তার ৩ বিজেপি সমর্থক৷ The post ইসলামপুর কাণ্ডে মৃত আরও এক ছাত্র, বিজেপির বনধে থমথমে উত্তর দিনাজপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:39 PM Sep 21, 2018Updated: 01:39 PM Sep 21, 2018

শংকরকুমার রায়, রায়গঞ্জ: স্কুলে উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে শুক্রবারও অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে রায়গঞ্জ, ইসলামপুর-সহ উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় আরও একজন ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃত ছাত্রের নাম তাপস বর্মন৷ শুক্রবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তাঁর।  দাঁড়িভিট হাই স্কুলের পাশেই তাঁর বাড়ি৷ পুলিশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে মৃত ছাত্রের বাবা বাদল বর্মন ও মা মঞ্জু বর্মন৷ পুলিশই অত্যাচারেই তাঁদের সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ৷ মৃত ছাত্রটি ইসলামপুর কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া৷ এখনও পলাতক দাঁড়িভিট হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু৷

Advertisement

[দক্ষিণ দিনাজপুরে মণ্ডপসজ্জার কাজে কদর বাড়ছে মহিলাদের]

এই ঘটনার প্রতিবাদে গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুক্রবার বনধ পালন করছে বিজেপি৷ তারও ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ লেগেছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সরকারি বাস৷ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ সূত্রের খবর, ঘটনার প্রতিবাদে আগামীকাল, শনিবার রাজ্যজুড়ে বনধ ডাকতে পারে সমস্ত বিরোধী দলগুলি৷ বনধের ডাক দিয়েছে ছাত্র সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই৷ এলাকার পরিস্থিতি এখনও থমথমে৷ ঘটনার নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ প্রতিবাদে, শুক্রবার জেলায় জেলায় কংগ্রেস কর্মীদের মোমবাতি মিছিলের নির্দেশ দিয়েছেন তিনি৷ একইসঙ্গে, রাজ্যকে কটাক্ষ করে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সরকার আরএসএস-এর ঘাড়ে দোষ চাপাচ্ছে। ওই এলাকায় আরএসএস কোথায়? শিক্ষক নিয়োগের কথা শিক্ষামন্ত্রী জানেনই না, এটা হতে পারে! এ কোন সরকার চলছে। ঘটনার দায় সরকারকেই নিতে হবে। আত্মনিরীক্ষণ করে সরকার ভুলত্রুটি শোধরাক। নাহলে সিপিএমের মতো এদেরও ছুঁড়ে ফেলে দেবে সাধারণ মানুষ।’ এদিকে, ঘটনায় রাজ্য সরকারের নিন্দায় মুখর হয়েছেন শিল্পী কবীর সুমন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘গুলি চালানোর দায় সরকারকে নিতেই হবে। আমি এই সরকারের সমর্থক। তাও বলছি।’

[আদর্শ জলাঞ্জলি দিয়ে আমডাঙায় পঞ্চায়েত বোর্ড গঠনে বাম-রাম জোট]

স্কুলে বাংলার পরিবর্তে উর্দু শিক্ষক নিয়োগ। প্রতিবাদে ছাত্র বিক্ষোভ, পথ অবরোধ, পাথরবৃষ্টি। তুমুল হাঙ্গামা। আর তার মোকাবিলায় পুলিশের কাঁদানে গ্যাস, রবার বুলেট। শেষে গুলি।সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুর। স্থানীয় দাঁড়িভিট হাই স্কুলের ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বেঘোরে প্রাণ হারায় এক কলেজ পড়ুয়া। মৃতের নাম রাজেশ সরকার। তিনি ছিলেন আইটিআই ফাইনাল ইয়ার ও ইসলামপুর কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। রাজেশের বুকে গুলি বেঁধে। জখম ন’জন। যাদের মধ্যে বুকে ও পায়ে গুলি লাগে স্কুলের দুই ছাত্র তাপস বর্মন ও বিপ্লব সরকারের। তারপর শুক্রবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় তাপসের।

The post ইসলামপুর কাণ্ডে মৃত আরও এক ছাত্র, বিজেপির বনধে থমথমে উত্তর দিনাজপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার