সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেয় চায়ের দোকানে এক ব্যক্তিকে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। যে খুন হয়েছে, সে নিজেই আবার জোড়া খুনের মামলায় অভিযুক্ত! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, পুরনো আক্রোশ থেকে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।
[পুলিশ হেফাজতে রাতভর যুব মোর্চার সভাপতিকে নির্যাতনের অভিযোগ]
মৃতের নাম জাইরুল জমাদার। বাড়ি জয়নগরের চালতাবেড়িয়া। এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত জাইরুল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস ছয়েক আগে খুন হন জাইরুলের ভাই। সেই মামলায় প্রধান অভিযুক্ত ছিল সে। কুলতুলিতে আরও একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছিল জাইরুল জমাদারের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার চালতাবেড়িয়ায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিল জাইরুল। আচমকাই সেখানে হাজির হয় কয়েক দুষ্কৃতীরারা। কিছু বুঝে ওঠার আগেই জাইরুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা। অস্ত্রের কোপে একসময় শরীর থেকে গলা আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় জাইরুল জমাদার। এদিকে এই ঘটনার বোমা মারতে মারতে কার্যত হেঁটেই এলাকা থেকে চলে যায় দুষ্কৃতীরা। ভর সন্ধ্যেবেলায় এমন ঘটনায় আতঙ্কিত জয়নগরের চালতাবেড়িয়ার বাসিন্দারা।
শুক্রবার সকালে এলাকা পরিস্থিতি যথেষ্ট থমথমে। মোতায়েন প্রচুর পুলিশকর্মীরা। কিন্তু, কেন এত নৃশংসভাবে খুন হতে হল জাইরুল জমাদারকে? পুলিশের বক্তব্য, জোড়া খুনই শুধু নয়, একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল জাইরুল। এলাকায় দুষ্কতী হিসেবেই পরিচিত ছিল। তাই এলাকা দখল বা অন্য কোনও পুরনো আক্রোশের কারণেই জাইরুলকে খুন করেছে আততায়ীরা।
[ স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে পাত্রীর বাড়ির সামনে ধরনা মহিলার]
The post প্রকাশ্যে চায়ের দোকানে এক ব্যক্তিকে গলা কেটে খুন! আতঙ্ক জয়নগরে appeared first on Sangbad Pratidin.
