shono
Advertisement
Gaighata

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নকলের চক্র ফাঁস, গাইঘাটায় গ্রেপ্তার ১৩

ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Published By: Suhrid DasPosted: 06:10 PM Dec 22, 2025Updated: 07:25 PM Dec 22, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগের লিখিত পরীক্ষা ছিল গতকাল, রবিবার। সেই পরীক্ষা চলাকালীন বড়সড় নকলের চক্রের হদিশ পেল পুলিশ। পরীক্ষা কেন্দ্রে ব্লু টুথ হেডফোন ও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের অভিযোগ তো আছেই। পরীক্ষা কেন্দ্রে তাদের নকল পৌঁছে দেওয়ার অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হল। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক গ্যাজেট-সহ একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতরা হাসখালি নদিয়া ও বর্ধমানের বাসিন্দা৷ রবিবার রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি গাইঘাটাতেও (Gaighata) কলকাতা পুলিশে নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। চাঁদপাড়া বাণী বিদ্যাবৃত্তি গাইঘাটা উচ্চ বিদ্যালয় ও গোয়ালবাথান উচ্চ বিদ্যালয়ের ধৃতরা পরীক্ষা দিতে এসেছিলেন। অভিযোগ, তাঁরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে ঢুকেছিল। স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে জানায়। পুলিশ তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার হয়৷

পরীক্ষার্থীদের জেরা করে পুলিশ জানতে পারে একটি বড় চক্র রয়েছে। তাঁরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে উত্তর জানিয়ে দেয়৷ মোটা টাকার বিনিময়ে একাধিক পরীক্ষার্থীকে উত্তর বলে সহযোগিতা করে এই চক্রের লোকজন। এদিনও পরীক্ষার্থীদের বাইরে থেকে সহযোগিতা করবার জন্য ওই চক্রের একাধিক ব্যক্তি রয়েছে। তাদেরও পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি গোপালনগর নহাটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে সৌভিক বিশ্বাস নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ৷ ধৃতের বাড়ি নদিয়া হাঁসখালিতে। ধৃতদের এদিন বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা পুলিশের কনস্টেবল পদের নিয়োগের লিখিত পরীক্ষা ছিল গতকাল, রবিবার।
  • সেই পরীক্ষা চলাকালীন বড়সড় নকলের চক্রের হদিশ পেল পুলিশ।
  • পরীক্ষা কেন্দ্রে ব্লু টুথ হেডফোন ও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের অভিযোগ তো আছেই।
Advertisement