shono
Advertisement
Women's Day

'সেদিন সুদূর নয়...গাহিবে নারীরও জয়', নারী দিবসে কোচবিহার স্টেশনের দায়িত্ব প্রমীলা বাহিনীর কাঁধে

আজ থেকে স্টেশনটি আলিপুরদুয়ার ডিভিশনের একমাত্র স্টেশন হিসাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে।
Published By: Subhankar PatraPosted: 04:18 PM Mar 08, 2025Updated: 04:53 PM Mar 08, 2025

বিক্রম রায়, কোচবিহার: 'সেদিন সুদূর নয়- যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!' সেই কবে লিখেছিলেন 'বিদ্রোহী' কাজী নজরুল ইসলাম। আজ নারীর জয়জয়কার! কথায় আছে, যে রাধে, সে চুলও বাঁধে! শনিবার নারী দিবসে কোচবিহার রেল স্টেশনের সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া হল নারী শক্তির হাতে। আজ থেকে স্টেশনটি আলিপুরদুয়ার ডিভিশনের একমাত্র স্টেশন হিসাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে।

Advertisement

এদিন কোচবিহার স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আলিপুর ডিভিশনের উচ্চ আধিকারিকারা। সেখানেই সরকারিভাবে স্টেশনের প্রতিটি বিভাগ পরিচালনার দায়িত্ব নারীদের হাতে তুলে দেওয়া হয়। স্টেশনের প্রধান থেকে টিকিট বুকিং স্টাফ, টিকিট পরীক্ষক, আরপিএফের জওয়ান সবাই মহিলা। তাঁদের প্রত্যেকের জন্য একই পোষাকের ব্যবস্থা করা হয়েছে। দায়িত্ব নিয়ে এক স্টাফ বলেন, "আজ নারী দিবসে এই রকম দায়িত্ব খুব গর্বিত। নিরবিচ্ছিন্নভাবে যাত্রী পরিষেবা দেওয়ার চেষ্টা করব।"

কোচবিহার স্টেশনটি আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে পড়ে। ওই ডিভিশনের ৪৮টি স্টেশনের মধ্যে কোচবিহার একমাত্র স্টেশন যা মহিলাদের দ্বারা পরিচালিত। আলিপুরদুয়ার ডিভিশনের এসডি সিএম অভয় সাণক্য বলেন, "নারী দিবসের দিন আমাদের ডিআরএম স্যর সিদ্ধান্ত নিয়েছেন কোচবিহার স্টেশনটি মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো আমাদের বোন, দিদিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। এটি আলিপুরদুয়ার ডিভিশনের একমাত্র স্টেশন যেখানে সব স্টাফ মহিলা। টিকিট বুকিং স্টাফ, কমার্শিয়াল সুপারভাইজার, টিকিট পরীক্ষক সবাই মহিলারা থাকবেন। আরপিএফের জওয়ানরাও মহিলা।" তবে তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে পুরুষরা আসবেন। তবে ফ্রন্টলাইনে থাকবেন মহিলারই।

শিয়ালদহ ডিভিশনের প্রিন্সেপ ঘাট স্টেশনে সমস্ত মহিলা স্টাফ দ্বারা পরিচালিত। ২০২০ সালের ৬ মার্চ থেকে এই স্টেশনটি মহিলাদের দ্বারা পরিচালিত। যা এই ডিভিশনের প্রথম মহিলা চালিত স্টেশন। এবার সেই তালিকায় নাম জুড়ল কোচবিহার স্টেশনেরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'সেদিন সুদূর নয়- যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।' সেই কবে লিখেছিলেন 'বিদ্রোহী' কাজী নজরুল ইসলাম। আজ নারীর জয়জয়কার!
  • শনিবার নারী দিবসে কোচবিহার রেল স্টেশনের সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া হল নারী শক্তির হাতে।
  • আজ থেকে স্টেশনটি আলিপুরদুয়ার ডিভিশনের একমাত্র স্টেশন হিসাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে।
Advertisement