shono
Advertisement
Malda

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ, আগরতলায় পাচারের ছক!

উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজারমূল্য প্রায় ৪৬ লক্ষ।
Published By: Subhankar PatraPosted: 11:23 AM Jan 08, 2025Updated: 12:01 PM Jan 08, 2025

বাবুল হক, মালদহ: মালদহে উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ মাদক। কালিয়াচক এলাকার ১৫ মাইল এলাকায় একটি ট্রাক আটকায় পুলিশ। সেখান থেকে উদ্ধার ২১ হাজার বোতল এসকফ কাশির সিরাপ ও ৪২৫ বোতল ফেনিসিডিল। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে অপু দাস নামে ত্রিপুরার ধর্মনগরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ মালদহের উপর দিয়ে অন্য রাজ্যে পাচার করা হচ্ছে। তথ্য পাওয়ার পরই মালদহের ১৫ মাইল এলাকায় যৌথ অভিযান চালায় বৈষ্ণবনগর ও কালিয়াচক থানার পুলিশ। একটি ট্রাক আটকান আধিকারিকরা। ট্রাকে চিনাবাদামের বস্তা, সাদা ডলোমাইট পাথরের বস্তা, ৪৬টি প্লাস্টিকের জার এবং তিনটি প্লাস্টিকের ব্যারেলের মধ্যে মাদকদ্রব্যগুলি লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি কলকাতার কোনও জায়গায় ভর্তি করা হয়। নিষিদ্ধ কফ সিরাপগুলি পড়শি রাজ্য ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজারমূল্য প্রায় ৪৬ লক্ষ। কালোবাজারে তার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এত পরিমাণে নিষিদ্ধ সিরাপ কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। কোনও চক্র কাজ করছে কি না খতিয়ে দেখছে পুলিশ। এদিকে হাসিনা সরকারের পতনের পর উত্তপ্ত বাংলাদেশ। পরিস্থিতির আঁচ এসে পড়ছে ভারত-বাংলাদেশ সীমান্তেও। সিরাপগুলি চোরাপথে ওপার বাংলায় পাচারের কোনও ছক ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালদহে উদ্ধার প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক। কালিয়াচক এলাকার ১৫ মাইল এরিয়ায় একটি ট্রাক আটকায় পুলিশ।
  • সেখান থেকে উদ্ধার ২১ হাজার বোতল এসস্কাপ কাশির সিরাপ ও ৪২৫ বোতল ফেনিসিডিল।
  • এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement