অরূপ বসাক: ফের খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। মালবাজার মহকুমার লিস রিভার চা বাগানের ১৪ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল এই পুর্নবয়স্ক স্ত্রী চিতাবাঘটি। গত একবছরে এই নিয়ে ৬টি চিতাবাঘ ধরা পড়ল বনদপ্তরের সৌজন্যে। আজ সকালে চা-শ্রমিকরা কাজে যাওয়ার সময় বাগানের ১৪ নম্বর সেকশনে এই খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে খবর দেন। এরপর বাগান কর্তৃপক্ষ মালবাজার বনদপ্তরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন।
(শুঁড় দিয়ে পেঁচিয়ে মহিলাকে ছিন্নভিন্ন করল মত্ত দাঁতাল)
পরে খাঁচাবন্দি চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হবে চিতাবাঘটির। সুস্থ্য থাকলে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর জানিয়েছে। স্থানীয় শ্রমিকরা জানিয়েছেন, খাঁচার ভিতর দাপাদাপির ফলে চিতাবাঘটির একটি দাঁত ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই এলাকার বহু শ্রমিক চিতার আক্রমনে আহত হয়েছেন। খেয়ে নিয়েছে শ্রমিকদের ছাগল, শুকর। চিতার আতঙ্কে শ্রমিকরা কাজ করতে পারছেন না বলে অভিযোগ। শ্রমিকদের আরও অভিযোগ, এখনও বাগানে ৪-৫টি চিতাবাঘ আছে। তাই তাঁরা বাগানে ফের খাঁচা পাতার অনুরোধ জানিয়েছেন বনদপ্তরের কাছে।
(রায়গঞ্জের রাস্তায় ‘বাঘবন্দি খেলা’, জখম বহু)
(উৎসবের মহাভোজে চিতাবাঘের মাংস!)
The post ডুয়ার্সের চা-বাগানে ফের ধরা পড়ল চিতাবাঘ appeared first on Sangbad Pratidin.
