shono
Advertisement
Local Train

ট্রেন আসতে দেখে ট্র্যাকের উপরেই গাড়ি রেখে চম্পট চালকের! পিকআপ ভ্য়ানে ধাক্কা ক্যানিং লোকালের

ফের ব্যাহত ট্রেন চলাচল!
Published By: Paramita PaulPosted: 09:42 PM Jun 30, 2025Updated: 09:43 PM Jun 30, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের ব্যাহত ট্রেন চলাচল। রেললাইন পারাপার করতে গিয়ে ট্র্যাকের উপর আটকে গেল গাড়ি। এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধর স্টেশন লাগোয়া গণশক্তি মোড়। এই ঘটনার জেরে আধ ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সোনারপুর জিআরপি থেকে আধিকারিকরা এসে গাড়িটিকে সরিয়ে দেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সাড়ে সাতটা নাগাদ ক্রসিং বিহীন জায়গা দিয়ে ওই পিকআপ ভ্যান রেললাইন পারাপার করছিল। ট্র্যাকের উপর উঠতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও লাভ হয়নি। ঠিক তখনই ডাউন ক্যানিং লোকাল আসছিল। সেটা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির চালক। বেগতিক বুঝে ট্র্যাকের উপর গাড়ি ফেলে তিনি পালিয়ে যান।

ভিড়ঠাসা ট্রেনের চালক গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষলেও সঙ্গে সঙ্গে তা থেমে যায়নি। পিকআপ ভ্যানে ধাক্কা মারে। তবে গতি কম থাকায় জোরে ধাক্কা দেয়নি ট্রেনটি। ধাক্কা মেরে ওখানেই দাঁড়িয়ে যায় লোকালটি। তবে গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ায় ক্যানিং লোকাল। দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। দীর্ঘসময় পর গাড়িটি ট্র্যাকের উপর থেকে সরানো সম্ভব হয়। তবে চালকের হদিশ এখনও মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ব্যাহত ট্রেন চলাচল।
  • রেললাইন পারাপার করতে গিয়ে ট্র্যাকের উপর আটকে গেল গাড়ি।
  • এবারও ঘটনাস্থল সেই সোনারপুরের বিদ্যাধর স্টেশন লাগোয়া গণশক্তি মোড়।
Advertisement