shono
Advertisement

Madan Mitra Retirement: ‘নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি’, রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রের?

এর আগে তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্যেও অবসরের জল্পনা তৈরি হয়।
Posted: 10:48 AM Sep 08, 2022Updated: 12:32 PM Sep 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাপস রায়ের পর মদন মিত্র (Madan Mitra)। এবার রাজনীতি থেকে অবসর নেওয়ার জল্পনা উসকে দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। ২০২৬ সালের পর ভোটে দাঁড়াবেন কিনা, তা ভেবে দেখতে হবে বলেই জানান তিনি।

Advertisement

কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।” এরপর একেবারে নিজস্ব ভঙ্গিমায় মদন বলেন, “নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।”

[আরও পড়ুন: ফেসবুক লাইভ করে আমেরিকায় হত্যালীলা কৃষ্ণাঙ্গ যুবকের, গুলিবৃষ্টি শহরের বিভিন্ন প্রান্তে]

উল্লেখ্য, দিনকয়েক আগে প্রায় একই ভঙ্গিমায় রাজনীতি থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিধায়ক তাপস রায়। রাজনীতিতে একটি নির্দিষ্ট সময়ের পর থাকা উচিত নয় বলে দাবিও করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনীতিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়। আমি গাওস্করের ভক্ত। আমাদেরও নির্দিষ্ট বয়সের পর অবসর নেওয়া উচিত। আমি আগেও বলেছি, আমি দলকে সঠিক সময়ে জানিয়ে দেব অবসরের কথা।” সেই সময় সুকৌশলে দলের সতীর্থকে সমর্থনও করেছিলেন মদন।

এবার মদন মিত্রের (Madan Mitra) কথায় দল ছাড়ার ইঙ্গিত যে আরও স্পষ্ট সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দিনকয়েক আগে ফেসবুক লাইভে স্পষ্ট জানিয়েছেন কোনও ইস্যুতে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না তিনি। আর তারপরই অবসরের জল্পনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, তবে কি কথা বলার সুযোগ না পাওয়ায় অবসরের সিদ্ধান্ত নেওয়ার ভাবনা মদন মিত্রের। যদিও এ বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ‘সাজা না দিলে আমজনতা বিশ্বাস করবে কীভাবে?’, সিবিআইয়ের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার