shono
Advertisement

Breaking News

Maldah institute

রাতভর ছাত্র বিক্ষোভের জের! বন্ধ মালদহের শিক্ষা প্রতিষ্ঠান, ক্যাম্পাস খালির নির্দেশ

২০১৬ সালে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংশ্লিষ্ট বিভাগ।
Published By: Paramita PaulPosted: 10:20 AM Mar 08, 2025Updated: 10:20 AM Mar 08, 2025

বাবুল হক, মালদহ: অনির্দিষ্টকালের কালের জন্য হঠাৎ বন্ধ করে দেওয়া হল কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান মালদহের গনি খান চৌধুরি কারিগরি কলেজে। শনিবার সকালেই তড়িঘড়ি করে কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। ছাত্র বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ একটি নোটিস জারি করে জানিয়ে দিয়েছে। আজ দশটা থেকেই সমস্ত পড়ুয়া ও হস্টেলের আবাসিকদের কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

গনি খান চৌধুরি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার এদিন সাতসকালেই কলেজ বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, কলকাতার ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে গনি খান চৌধুরি কারিগরি কলেজের 'ওড সেমেস্টার' পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়নি। রেজাল্ট প্রকাশের দাবিতে শুক্রবার বিকেল চারটে থেকে ছাত্র বিক্ষোভ চলছে প্রশাসনিক ব্লকের সামনে। সমস্যা যাতে অন্যদিকে মোড় না নেয়, সেদিকে তাকিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল। সমস্ত ছাত্র ও হস্টেলের আবাসিকদের ক্যাম্পাস ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সংশ্লিষ্ট বিভাগ। তা নিয়ে জোর ছাত্র আন্দোলন দেখা গিয়েছিল। ছাত্র আন্দোলন রুখতে এবারও সেই একই পথে কেন্দ্রীয় সরকারের কারিগরি শিক্ষাদপ্তর। জানা গিয়েছে, বি.টেক তৃতীয় বর্ষের 'ওড সেমেস্টার' পরীক্ষার ফল 'রিলিজ' করা হয় ১০ ফেব্রুয়ারি। কিন্তু তারপরেও ২৫ দিন কেটে গিয়েছে। তবু সেই ফল প্রকাশ করা হয়নি। ম্যাকাউট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে চলছে এই গনি খান চৌধুরি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। রেজাল্ট প্রকাশ করার দায়িত্ব ম্যাকাউট-এর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এই রেজাল্ট প্রকাশের দাবিতে ওল্ড মালদহের নারায়ণপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে শুক্রবার বিকেল থেকে রাতভর ছাত্র বিক্ষোভ চলছে। এদিন সকালে কলেজে বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই আন্দোলন আরও তীব্রতর হয়ে উঠেছে। ডিরেক্টর শিবাই জন প্রতিষ্ঠানের বাইরে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনির্দিষ্টকালের কালের জন্য হঠাৎ বন্ধ করে দেওয়া হল কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান মালদহের গনি খান চৌধুরি কারিগরি কলেজে।
  • শনিবার সকালেই তড়িঘড়ি করে কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।
  • ছাত্র বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ একটি নোটিস জারি করে জানিয়ে দিয়েছে।
Advertisement