shono
Advertisement

Breaking News

‘প্রচারে এসে ফণী নিয়ে বৈঠকের আহ্বান কেন?’ জনসভা থেকে মোদিকে প্রশ্ন মমতার

ফণী পরবর্তী পরিস্থিতি সামাল দিতে লাগবে না কেন্দ্রের সাহায্য, জানালেন বাংলার মুখ্যমন্ত্রী৷ The post ‘প্রচারে এসে ফণী নিয়ে বৈঠকের আহ্বান কেন?’ জনসভা থেকে মোদিকে প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:39 PM May 06, 2019Updated: 02:46 PM May 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফণী পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে চলছে টানাপোড়েন৷ ফোনের পর এবার মাথাচাড়া দিয়েছে চিঠি বিতর্ক৷ গোপীবল্লভপুরের সভা থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটপ্রচারে এ রাজ্যে এসে কেন সরকারি বৈঠক করতে চাইছেন মোদি, সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি৷ ফণী পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের অনুদানের প্রয়োজন নেই বলেও জানালেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: লাগাতার হিংসার অভিযোগ, ভোটের মাঝেই বারাকপুরে পুনর্নির্বাচনের দাবি বিজেপির]

গত শুক্রবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ফণী৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপর তা বাংলায় প্রভাব ফেলার সম্ভাবনা ছিল৷ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সভা বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফণীর আশঙ্কা কেটে যাওয়ার পর সোমবার তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে গোপীবল্লভপুরে সভা করেন তৃণমূল নেত্রী৷ ফণী পরবর্তী বাংলার পরিস্থিতি সংক্রান্ত খোঁজখবর নিতে ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেও, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন না তিনি, তা নিয়ে মাথাচাড়া দিয়েছিল বিতর্ক৷ যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রবিবার সাফ জানিয়ে দেওয়া হয় দু’বার চেষ্টা করা হলেও মুখ্যমন্ত্রীকে ফোনে পাওয়া যায়নি৷ ফোন বিতর্কের রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় নবান্নে৷ ওই চিঠির মাধ্যমে জানানো হয় এদিনই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কলাইকুণ্ডায় বৈঠক করতে চান প্রধানমন্ত্রী৷ তবে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, নির্বাচনী ব্যস্ততায় বৈঠক করতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছেন বাংলার আধিকারিকরা৷

[ আরও পড়ুন: ভোটের কাজে ব্যস্ত, ফণী নিয়ে মোদির সঙ্গে বৈঠকে ‘না’ বাংলার আধিকারিকদের]

গোপীবল্লভপুরের সভা থেকে এই বিতর্কেরই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফণী পরবর্তী বাংলার পরিস্থিতি নিয়ে মোদি রাজনীতি করার চেষ্টা করছেন বলেই অভিযোগ তাঁর৷ তিনি বলেন, ‘‘মোদি আসছেন ঝাড়গ্রামে৷ বিমানে নামবেন কলাইকুণ্ডায়৷ একটা চিঠি দিয়ে ওখানেই ডেকে পাঠালেন আমাদের৷ আমরা ওনার চাকরবাকর? কেন ভোটের প্রচারে এসে বৈঠক করবেন? মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা ভাবেন কীভাবে? ওড়িশায় ভোট হয়ে গিয়েছে৷ তাই মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সময় দিয়েছেন৷ ভোটের সময় আমি আপনার সঙ্গে বৈঠক করব না৷ আপনাকে মানি না৷ নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব৷’’ ফণী পরবর্তী পরিস্থিতিতে সহযোগিতার জন্য কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য লাগবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়াও একাধিক ইস্যুতে এদিন মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান৷ উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আরজিও জানান তিনি৷

The post ‘প্রচারে এসে ফণী নিয়ে বৈঠকের আহ্বান কেন?’ জনসভা থেকে মোদিকে প্রশ্ন মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement