shono
Advertisement
Mamata Banerjee at Malda

'কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না', মালদহের সভা থেকে মমতার ওয়াকফ আশ্বাস

মানুষকে বিশ্বাস রাখার কথা বলেছেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 02:37 PM Dec 03, 2025Updated: 06:15 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহের সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। সাফ জানিয়ে দেন, তিনি থাকতে এখানে কারও ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেবেন না। পাশাপাশি জানান, ওয়াকফ আইন রাজ্য নয়, কেন্দ্রের বিজেপি সরকার করেছে। 

Advertisement

সংশোধিত ওয়াকফ বিল (Waqf Bill) পাশ হয়ে, এখন তা আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। জেলাশাসক বা সেই পদমর্যাদার কোনও আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদও। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলাও হয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। তা নিয়ে বিভ্রান্তি ছড়ায় একাংশের মধ্যে।

তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মালদহের সভা থেকে বলেন, "ওয়াকফ সম্পত্তি আইন আমরা না, কেন্দ্রীয় সরকার করেছে। বিজেপি করেছে। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব পাশ করিয়েছি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে। সেই মামলা চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি এইসব জায়গায় হাত দিতে দেব না। কোনও ধর্মস্থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না।" মানুষকে বিশ্বাস রাখার কথা বলেছেন তিনি।

ওয়াকফ আইনের পাশাপাশি এসআইআর নিয়েও সুর চড়ান মমতা। এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন, একই সঙ্গে কেন্দ্রকেও তোপ দাগেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ভোট চাইতে আসিনি। যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছি। সকলকে বলতে চাই, নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না।” আবারও নিজেকে মানুষের পাহাড়াদার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ইস্যুতে বিজেপিকে একহাত নিয়ে তিনি আরও বলেন, "বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মালদহের সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। জানালেন, তিনি থাকতে কোনও এখানে কারও সম্পত্তিতে হাত দিতে দেবেন না।
  • পাশাপাশি বলেন, "ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে।"
Advertisement