রঞ্জন মহাপাত্র, কাঁথি: দিঘা পৌঁছেই অখিলপুত্র সুপ্রকাশ গিরির সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। জানান, বুধে জগন্নাথ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। সকলকে হাতে হাত মিলিয়ে কাজ চালানোর কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতমাসেই জানা গিয়েছিল, জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দিঘা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে আকাশপথে দিঘা রওনা দেন তিনি। পৌঁছেই কথা বলতে দেখা যায় অখিল গিরি-পুত্র অর্থাৎ কাঁথি সংগাঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরির সঙ্গে। সূত্রের খবর, মূলত মন্দিরের কাজ নিয়েই কথা বলেন তিনি। তবে পাশপাশি অন্যান্য বিষয়েও সামান্য আলোচনা হয়েছে। যা প্রকাশ্যে আনতে চাননি সুপ্রকাশ। সংবাদ প্রতিদিনের তরফে যোগাযোগ করা হলে সুপ্রকাশ বলেন, "আগামিকাল উনি নিজে মন্দির পরিদর্শনে যাবেন, সেটাই বললেন। সকলকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া ব্যক্তিগত কথা হয়েছে, তা বলব না।"
উল্লেখ্য, ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার।