মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দিদিমা। এই মুহূর্তে জেল হেফাজতে বন্দি রয়েছেন তিনি। তাঁকে জেলে দেখতে গিয়েছিলেন নাতি। ওই যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়েছিল। ওই যুবকের গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। ওই মাদক পাচারের অভিযোগে এবার গ্রেপ্তার হল 'গুণধর' নাতি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে (Jalpaiguri)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১০ তারিখ বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা প্রৌঢ়া ঋত্বিকা সিংকে গ্রেপ্তার করেছিল জলপাইগুড়ি (Jalpaiguri) কোতোয়ালি থানার পুলিশ। মাদক পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আদালতের নির্দেশে ওই প্রৌঢ়া এই মুহূর্তে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন। এদিন কিষাণগঞ্জ থেকে দিদিমার সঙ্গে সংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন সম্পর্কে নাতি সন্তোষ সিং। তাঁর সঙ্গে ছিলেন দুই সঙ্গী।
নাতি ও তাঁর সঙ্গীদের গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল সংশোধনাগারের পুলিশের। দামি গাড়ি নিয়ে তিনি প্রৌঢ়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন! সব কিছু দেখে খটকা লেগেছিল পুলিশের। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ওই যুবকরা সংশোধনাগার থেকে বেরলেই ওই তিনজন ধরে শুরু হয় তল্লাশি। সঙ্গে থাকা গাড়িটিতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার। আটক করা ওই মাদকের বাজারমূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। মাদক পাচারের অভিযোগে নাতি সন্তোষ সিং ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে হাজির করানো হবে। নাতি, দিদিমা মিলেই চলত মাদক পাচার? কারবারের কোনও কথা জানানোর জন্য দিদিমার সঙ্গে দেখা করতে এসেছিল নাতি? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করছে।
