shono
Advertisement
Cooch Behar

রায়ের পরও মিলছে না জমির অধিকার, আদালত চত্বরেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধের

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ।
Published By: Gopi Krishna SamantaPosted: 02:59 PM Jul 18, 2025Updated: 02:59 PM Jul 18, 2025

স্টাফ রিপোর্টার, কোচবিহার: কর্মব্যস্ত আদালত চত্বর। হঠাৎ সেখানে বিষপান করে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। কেন এই ধরনের পদক্ষেপ জানতে যেন হইচই পড়ে যায়। দ্রুত অবশ্য ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটা মহকুমা আদালত চত্বরে। গুরুতর অসুস্থ সেই ব্যক্তির নাম নোবার মিয়া (৬৫)। তিনি সিতাইয়ের কেশরীবাড়ি এলাকার বাসিন্দা। যদিও দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বেশ কয়েক বছর ধরে তিনি জমির সীমানা সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছেন।

Advertisement

আদালতে মামলা করার পর আদালত তাঁর পক্ষে রায় দিয়েছে, কিন্তু তারপরেও প্রতিবেশীরা জমিতে অধিকার দিচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তবে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। বাধ্য হয়ে আদালত এবং আইনের উপর থেকে তাঁর আস্থা উঠে গিয়েছে।

তাই বাড়ি থেকে কীটনাশক নিয়ে এসেছিলেন এবং সেটাই এদিন আদালত চত্বরে পান করে তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তপনশীল শীল বলেন, “আদালতের কাজকর্ম চলার সময় হঠাৎ ওই ব্যক্তি সঙ্গে নিয়ে আসা বিষ পান করে মাটিতে লুটিয়ে পড়েন। সেই ব্যক্তিকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে ছুটে আসেন সকলে।” কারণ জানতে চাইলে ওই ব্যক্তি জানিয়েছেন, জমি সংক্রান্ত মামলায় তাঁর পক্ষে রায় হওয়ার পরেও জমি পুনরুদ্ধারে প্রশাসন কোনও সহযোগিতা করেনি। একপ্রকার বাধ্য হয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তবে দ্রুত তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আদালত চত্বরে এই ধরনের ঘটনার নজির খুব কম রয়েছে, স্বাভাবিকভাবে ওই ব্যক্তি কেন এই ধরনের পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলেই দিনহাটা থানার পুলিশ জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কর্মব্যস্ত আদালত চত্বরে বিষপান করে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি।
  • কেন এই ধরনের পদক্ষেপ জানতে যেন হইচই পড়ে যায়।
  • দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
Advertisement