সঞ্জিত ঘোষ, নদিয়া: জুয়ার ঠেকে পুলিশি অভিযান। সেই ভয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, জুয়ার ঠেকে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। রবিবার গভীর রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার হাঁসখালি থানার বগুলা এলাকা। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা।
হাঁসখালি থানার মুরাগাছা এলাকার বাসিন্দা কৃষ্ণপদ মণ্ডল। পরিবারের অভিযোগ, গতকাল রাতে কৃষ্ণপদকে ডেকে নিয়ে যায় কার্তিক নামে এক ব্যক্তি। তিনি এলাকায় নিয়মিত জুয়ার ঠেক চালাতেন বলে অভিযোগ। রবিবার গভীর রাতে হঠাৎ পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় কৃষ্ণপদ মণ্ডলের পরিবারকে। বলা হয়, দুর্ঘটনার কবলে পড়েছেন পরিবারের কর্তা। তিনি হাসপাতালে ভরতি রয়েছেন।
[আরও পড়ুন: নাড্ডার বৈঠকে গরহাজির, মেজাজও হারাচ্ছেন, শুভেন্দু রেগে কেন? বিজেপিতে শুরু চর্চা]
খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি থানায় গিয়ে জানতে পারে কৃষ্ণপদর মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, পুলিশের ভয়ে পালাতে গিয়ে তিনি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। পুলিশের দাবি মানতে নারাজ মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, গতকাল রাতে জুয়া খেলার সময় কৃষ্ণপদকে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। এই অভিযোগে আজ কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী।
এপ্রসঙ্গে মৃত কৃষ্ণপদ মণ্ডলের জামাই তন্ময় রায় বলেন,”আমার শ্বশুরকে খুন করা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ এই অবরোধ চলবে।” তাঁদের আরও দাবি, পুলিশকে উদ্যোগ নিয়ে জুয়ার বোর্ড বন্ধ করতে হবে। যদিও পরে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
