সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরুর আগেই এক ক্রিকেটারের বিরুদ্ধে বোর্ডের দ্বারস্থ এক ফ্র্যাঞ্চাইজি। অভিযোগ, 'মিথ্যে' বলে নিজের দাম অন্তত ৬ কোটি টাকা বাড়িয়ে নিয়েছেন ওই ক্রিকেটার। গোটা বিষয়টি নিয়ে বোর্ডের কাছে অভিযোগ জানাতে চলেছে ফ্র্যাঞ্চাইজি।
অভিযোগের কেন্দ্রে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জস ইংলিস। তিনি গত মরশুমে খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। ম্যানেজমেন্ট সন্তুষ্ট ছিল ইংলিসের পারফরম্যান্সে। তাঁকে রিটেন করার সিদ্ধান্ত নেয় শ্রেয়স আইয়ারের দল। কিন্তু রিটেনশন তালিকা প্রকাশের মাত্র ৪৫ মিনিট আগে ইংলিস জানান, ২০২৬ সালে তাঁর বিয়ের পরিকল্পনা রয়েছে। তাই আইপিএলের অনেকটা সময়ই খেলতে পারবেন না। একথা জানতে পেরে ইংলিসকে ছেড়ে দেয় পাঞ্জাব ম্যানেজমেন্ট।
কিন্তু নিলামের সময়ে দেখা যায় একেবারে অন্য ছবি। ইংলিসকে কেনার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে। শেষ পর্যন্ত ৮.৬০ কোটি টাকায় ইংলিসকে কিনে নেয় লখনউ। অর্থাৎ গত বছরের তুলনায় অন্তত ৬ কোটি টাকা বেশি পাবেন ইংলিস। অজি তারকা বিরাট দাম পেতেই ক্ষোভে ফেটে পড়েন পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া। তাঁর কথায়, "জস জানত ওকে আমরা রিটেন করার কথা ভাবছি। তারপরেও যেভাবে ৪৫ মিনিট আগে ফোন করে ও নিজের সিদ্ধান্ত জানিয়েছে, সেটা একেবারেই পেশাদারদের মতো আচরণ নয়।"
জস কতদিন আইপিএল খেলবেন, সেই তথ্য পাঞ্জাব ম্যানেজমেন্টের কাছে গোপন করে যাওয়া হয়েছে বলেই মত ক্রিকেটমহলের। কারণ হায়দরাবাদ এবং লখনউ-দুই দলের ম্যানেজমেন্টেই রয়েছেন অজি তারকারা। তাঁরা সম্ভবত জানতেন, জসকে কতদিনের জন্য পাওয়া যাবে। সেকারণেই নিলামে জসের জন্য ঝাঁপিয়েছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, বিরাট দাম পাওয়ার পরে বিয়ের ছুটিতেও কাটছাঁট করতে চলেছেন ইংলিস। তাহলে আগেই কেন এই সিদ্ধান্ত নিলেন না অজি তারকা? এই প্রশ্ন তুলে বোর্ডের কাছে অভিযোগ জানাবে পাঞ্জাভ ম্যানেজমেন্ট।
